পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 & 3 দায়ুদের গীত । [৮৯ গীত । কথা কহিলা, * অামি উপকার করণের ভার এক বলবান পুরুষকে সমৰ্পণ করিলাম, ও লোকদের মধ্যহইতে মনোনীত এক ব্যক্তিকে উচ্চপদস্থ করিলাম ; অর্থাৎ আমার দাস দায়ুদকে পাইরা আপন পবিত্র ২৪ তৈলেতে অভিষিক্ত করলাম ; আমার হস্ত দৃঢ়রপে ২১ তাহাকে ধরিবে, ও অামার বাহু তাহাকে বলবান করিবে । কোন শত্ৰু তাহার প্রতি উপদ্রব করিতে পা- ২২ রিবে না, এব০ পাতকী তাহাকে ক্লেশ দিতে পারিবে না। আমি তাহার সমুথে তাহার শত্ৰুগণকে চূর্ণ ২৩ করিব, এবং ঘূণাকারিগণকে আঘাত করিব। কিন্তু আ- ২৪ মার বিশ্বস্তুত ও অনুগ্রহ তাহার সহিত থাকিবে, এবণ অামার নামে তাহার বল বৃদ্ধি পাইবে । অতএব আমি ২৫ তাহাকে বাম হস্তদ্বারা সমুদ্রে ও দক্ষিণ হস্তদ্বারা নদীগণে হস্তাপণ করিতে দিব । সে প্রার্থনা করিয়া কহিবে, ২৬ হে পিতঃ, তুমি আমার ঈশ্বর ও আমার পরিত্রাণরূপ পৰ্ব্বত। আর আমি তাহাকে জ্যেষ্ঠ করিব, ও পৃথি- ২৭ বীর রাজগণহইতেও তাহণকে উচ্চপদ দিব। তাহার ২৮ প্রতি আমার অনুগ্রহ সদাকাল পৰ্য্যন্ত থাকিবে, এব°N তাহার সহিত অামার নিয়ম স্থির থাকিবে । আমি ২৯ তাহার বণশকে নিত্যস্থায়ী করিব, এবণ তাহার সি--- হাসনকে আকাশমণ্ডলের ন্যায় স্থায় করিব। যদি তা- ৩০ হার সন্তানের আমার ব্যবস্থা অমান্য করে ও অামার রাজনীত্যনুসারে না চলে, এবং আমার বিধি লঞ্জন ৩১ করে ও অাক্তণ না মানে, তবে অপরাধের জন্যে তাহণ- ৩২ দিগকে দণ্ডাঘাত ও পাপের জন্যে প্রহার করিব । তথাপি তাহাহইতে আপন অনুগ্রহ দূর করিব না, ও ৩৩ আপন বিশ্বস্ততার ত্রুটি করিব না। আমার নিয়ম আমি ৩৪ লঞ্জন করিব না, ও ওষ্ঠাধরনিঃসৃত বাক্যের অন্যথা | 24.