পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯১ গীত ] দায়ূদের গীত । » R a উত্তম ভাগও ক্লেশ ও দুঃগমাত্র ; কেননা আমরা বেগে ১১ চালিত হইয়া উড়িয়া যাই । তোমার ক্রোধের প্রবলত কে বুকে । তোমার ভয়ঙ্করত। যেমন, তেমন তোমার ক্রোধ । ১২ অণমাদের দিন সকল গণনা করিতে অণমাদিগকে ১৩ এমত শিক্ষণ দেও, যেন আমরা জ্ঞানে মন দি । হে পরমেশ্বর, তুমি ফির, কত বিলম্ব করিব ? নিজ দাস১৪ গণের প্রতি দয়া কর । ত্রায় অামাদিগকে অপেন অনুগ্ৰহেতে তৃপ্ত কর, তাহাতে আমরা যাবজ্জীবন ১৫ আহলাদত ও অশনন্দিত হইব । যত দিন অণমাদিগকে দুঃখ দিয়াছ, ও যত বৎসর আমরা বিপদ ভোগ করি১৬ য়াছি, তত কাল অণমাদিগকে আনন্দিত কর । তোমার কৰ্ম্ম তোমার দাসগণের প্রতি, ও তোমার মহিমা তা১৭ হাদের সন্তানদের প্রতি প্রকাশিত হউক। হে আগমণদের প্রভো পরমেশ্বর, অামাদের প্রতি তোমার সেীমদৰ্য্য প্রকাশিত হউক ; আমাদের নিমিত্তে অামাদের হস্থকৃত কৰ্ম্ম সফল কর ; আমাদের হস্তকৃত কৰ্ম্ম সফল কর । ৯১ গীত । ১ পরমেশ্বরাশ্রিত লোকের নির্বিয়তা, ১ ৪ ও তাছার প্রতি ঈশ্ব রের অনুগ্রহ । ১ যে জন সৰ্ব্বোপরিস্থের গুপ্ত স্থানে থাকে, সে সৰ্ব্বশক্তি২ মানের ছায়াতে বসতি করে । * অামি পরমেশ্বরকে কহি, তুমি অামার আশ্রয়স্থান ও আমার দুর্গস্বরূপ ৩ ও আমার প্রত্যাশাভূমি ঈশ্বর। তিনিই ব্যাধের ফাদ ও স°Nহারক মহামারীহইতে তোমাকে রক্ষা করি বেন ; এবণ আপন পালখেতে তোমাকে আবৃত করবেন ; 127