পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o १ b~ দায়ুদের গীত । [৯১ গীত । র্তাহার পক্ষের নীচে তুমি আশ্রয় পাইবা, ও তাহার ৪ সভ্যতা তোমার ঢাল ও অাবরণস্বরূপ হইবে । রাত্রি- ৫ কালের অর্ণপদ ও দিবসের উড়ডীয়মান শর, এবss অন্ধকারগামি মারী ও মধ্যাহের সাণঘাতিক রোগ, এই সকলহইতে তোমার ভয় থাকিবে না। তোমার ৭ পার্থে সহস্ৰ লোক ও তোমার দক্ষিণে অযুত লোক পতিত হইবে ; কিন্তু সে বিপদ তোমার নিকটে অালিবে না। তুমি কেবল নিজ চকুতে নিরীক্ষণ করিয়া ৮ দুষ্টগণের প্রতিফল দেখিবা। হে পরমেশ্বর, তুমি অা- ৯ মার আশ্রয় , ( হে আমার মন, ) তুমি সৰ্ব্বোপরিস্থকে আপনার বাসস্থান করিতেছ। এই জন্যে তোমার ১০ প্রতি কোন বিপদ ঘটিবে না, ও কোন মারী তোমার তাস্থর নিকটে অগসিবে না। তিনি তোমাকে তাবৎ ১১ পথে রক্ষণ করিতে আপন দূতগণকে আজ্ঞা দিবেন। তাহাতে তোমার চরণে যেন প্রস্তরাঘাত না লাগে, ১২ এ কারণ তাহারা তোমাকে হস্তে তুলিয়া লইবে । তুমি সিংহ ও সঙ্গের উপর দিয়া গমন করিবা, এবণ ১৩ যুব সি^হ ও বৃহৎ সপকে দলিবা ।

  • এই ব্যক্তি অণমাতে ভাসক্ত আছে, এই জন্যে ১৪ অামি তাহাকে উদ্ধার করিব ; এ বণ অামার নাম জ্ঞাত আছে, এই জন্যে আমি তাহাকে উচ্চপদান্বিত করিব | আমার নামে প্রার্থনা করিলে আমি তাহাকে ১৫ উত্তর দিব, এবণ দুঃখের সময়ে তাহার সহায় হইয়ণ তাহার নিম্ভার ও গৌরব করিব। এবং দীর্ঘায়ুদ্বারা ১৬ তাহাকে তৃপ্ত করিব, ও আমার স্বীকৃত পরিত্রাণ তাহাকে দেখাইব ।”

123