পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 & দায়ুদের গীত । [s o 8 ή και ১০৪ গীত । ঈশ্বরের গুণ ও কর্মের বর্ণনা ও প্রশ^স । হে অামার মন, পরমেশ্বরের ধন্যবাদ কর ; অামার প্রভু পরমেশ্বর অতি মহান এবং প্রতাপে ও ঐশ্বৰ্য্যে বিভূষিত। তিনি দীপ্তিরূপ বস্ত্র পরিধান করেন, ও আকাশকে চন্দ্রাতপের ন্যায় বিস্তারিত করেন। তিনি জলদ্বারা আপন উচ্চগৃহ নিৰ্ম্মাণ করেন, ও মেঘকে রথস্বরূপ ও বায়ুকে পক্ষস্বরূপ করিয়া গমনাগমন করেন। তিনি আপন দূতগণকে বায়ুস্বরপ ও আপন সেবকদিগকে অগ্নিশিখাস্বরূপ করেন। তিনি পৃথিবীর মূল এমত স্থাপন করিয়াছেন, যে সে কদাচ বিচলিত হয় না। তিনি গম্ভীর জলরূপ বস্ত্রে পৃথিবীকে আচ্ছাদিত করিলে জল পৰ্ব্বতের উপরিস্থ হইল। কিন্তু র্তাহার ভৎসনাতে পলায়ন করিল, ও তাহার গৰ্জ্জনধ্বনিতে বেগে গমন করিল। র্তাহার নিরূপিত স্থানে পৰ্ব্বত উঠিল ও উপত্যক নামিল। তিনি তাহার এমন এক সীমা রাখিলেন, যে ঐ জল তাহী লঞ্জন করিয়া পৃথিবীকে পুনৰ্ব্বার আচ্ছাদন করিতে পারে না। তিনি নিমুস্থানে উনুই বহাইলে সে পৰ্ব্বতগণের মধ্যে ভুমণ করে। ক্ষেত্রস্থ পশুগণ তাহার জল পান করে, ও বনগর্দভ আপিন তৃষ্ণ নিবারণ করে। এব^ শূন্যের পক্ষিগণ তাহার নিকটে বাস করে, ও ডালে বসিয়া গান করে। তিনি আপন উচ্চগৃহহইতে পৰ্ব্বতগণকে সেচন করেন, তাহাতে র্তাহার কৰ্ম্মফলেতে পৃথিবী পরিতৃপ্ত হয়। তিনি পশুগণের নিমিত্তে তৃণ ও মনুষ্যের সেবার্থে শাক বৃদ্ধি করেন। এব^ মনুষ্যের মনের আনন্দকারি মদিরা ও তাহার মুথের প্রসন্নতা 142 రి

  • >

> R o o 3 - G.