পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ গীত ।] দায়ুদের গীত। Co প্রশ৭সা করিব, ও তোমার তাবৎ অণশচর্য্য ক্রিয়া ২ বর্ণনা করিব ; এবণ তোমাতে আনন্দ ও উল্লাস করিব ; হে সৰ্ব্বোপরিস্থ প্রভো, আমি তোমার নামে গান ৩ করিব। আমার শত্ৰগণ পরাসুখ হইয়া তোমার সা৪ জুলতে পতিত ও বিনষ্ট হইতেছে। কেননা তুমি অণমার বিচার ও বিবাদ নিষপক্তি করিলা, ও সি০ংহাসনে ৫ বসিয়া যথার্থ বিচার করিল। তুমি অন্যজাতীয়দিগকে ভৎসনা ও দুষ্টদিগকে স^হার করিলা, এবং সদাকাল ৩ তাহণদের নাম লোপ করিল। সদাকালের নিমিত্তে শত্ৰুদিগকে পূর্ণরূপে উচ্ছিন্ন করিয়া তাহদের সকল নগর ধ্বংস করিল, এব^ তাহাদের স্মৃতিও বিনষ্ট ৭ হইল। পরমেশ্বর সদাকালস্থায়ী, তিনি বিচার করিতে ৮ অাপন সি°Nহাসন প্রস্তুত করিয়াছেন। তিনি ন্যায়েতে জগতের বিচার করিবেন, ও যাথার্থ্যে লোকদের শাসন ৯ করিবেন। পরমেশ্বর ক্লিস্ট লোকের দুর্গস্বরূপ, তিনি বি১০ পদসময়েই তাহার দুর্গস্বরূপ। হে পরমেশ্বর, যাহার তোমার নাম জ্ঞাত অাছে, তাহারণ তোমাতে বিশ্বাস করে, যেহেতুক তুমি আপনার অন্বেষণকারি লোকদি১১ গকে পরিত্যাগ কর না । তোমরা সিয়োন নিবাসি পরমেশ্বরের নামে গান কর, ও লোকদের মধ্যে র্তাহার ১২ মহৎ ক্রিয়া প্রকাশ কর । যিনি রক্তপাতের ফলদাতা, তিনি তাহী স্মরণ করেন, দুঃথি লোকের কাতরোক্তি কথন বিস্মৃত হন না। o ১৩ হে পরমেশ্বর, অামার প্রতি দয়া কর, ও ঘূণাকারিগণহইতে আমার যে ক্লেশ হয় তাহার প্রতি দৃষ্টিপাত ১৪ কর; তুমিই মৃত্যুদ্ধারহইতে আমার উদ্ধারকত্ত্ব। তাহাতে আমি সিয়োন নগরের দ্বারে তোমার সমস্ত গুণের বর্ণনা করিব, ও তোমার কৃত পরিত্রাণেতে উল্লাস 9