পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৭ গীত।] দায়ুদের গীত। > G 2 হউন - এমনি হউক, এ কথা সকল লোক বলুক। পরমেশ্বরের ধন্যবাদ কর । ১০৭ গীত । ১ ভ্রমণকারি, ১ ০ ও বন্দি, ১৭ ও দুঃখগ্ৰস্ত, ২৩ ও জাহাজীর, ৩৩ ও অন্যান্য লোকদের প্রতি ঈশ্বরের অনুগ্রহের বর্ণনা। ১ পরমেশ্বরের প্রশ৭সা কর, কেনন। তিনি মঙ্গলদাতা ও ২ তাহার অনুগ্রহ নিত্যস্থায়ী। পরমেশ্বরের মুক্ত লোকের অর্থাৎ তিনি যাহাদিগকে শত্ৰুদের হস্তহইতে ও মুক্ত করিয়া পূৰ্ব্ব ও পশ্চিম ও উত্তর ও দক্ষিণ এই চারি দিকস্থ দেশদেশান্তর হইতে সন্মগ্রহ করিলেন, তা৪ হার এই রূপ বলুক। তাহারা লোকালয় না পাইয়। ৫ প্রান্তরমধ্যে ও নিৰ্জ্জন পথে ভুমণ করিত ; এব০ ক্ষুধাৰ্ত্ত ও তৃষ্ণাৰ্ত্ত হওয়াতে তাহাদের প্রাণ মূৰ্চ্ছাপন্ন শু ছিল। এমত বিপদের সময়ে তাহারা পরমেশ্বরের প্রতি কাকুক্তি করিলে তিনি তাহাদিগকে কষ্টহইতে ৭ ত্রাণ করিলেন ; এবPA কোন লোকালয়ে লইয়। যাইবার নিমিত্তে তাহাদিগকে সরল পথে গমন করাই৮ লেন । অতএব তাহারা পরমেশ্বরের অনুগ্রহ ও মনুষ্যসন্তানদের প্রতি তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত র্তাহার ১ প্রশ৭সা করুক। তিনি ক্ষীণ ব্যক্তিকে আপ্যায়িত করেন, ও ক্ষুধিত ব্যক্তিকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন । - ১০ কোন লোকেরা লৌহখৃঙ থলে ও দুঃখে বদ্ধ হইয়া ১১ অন্ধকারে ও মৃতু্যচ্ছায়াতে বসিয়া আছে। কেননা তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করিত, ও সৰ্ব্বো১২ পরিস্থের পরামর্শ তুচ্ছ করিত। তিনি তাহাদের মনকে ক্লেশে নত করেন, তাহাতে তাহারা পতিত 13.1