o o
দায়ুদের গীত। [১১৩ গীত । ১১৬ গীত । অনুগ্রহের নিমিত্তে ঈশ্বরের প্রশংসা করণ। অামি পরমেশ্বরকে প্রেম করি, কারণ তিনি অামার রব ও বিনতি শুনেন। এবণ অামার কথায় কর্ণপাত ২ করেন, এই জন্যে অামি যাবজ্জীবন প্রার্থনা করিব । অামি মৃত্যুরূপ রজ্জতে ও পারত্রিক ব্যাকুলতাতে ও বেষ্টিত এবং দুঃখ ও শোকগ্রস্ত ছিলাম। তাহাতে মি ঈশ্বরের নামে এই প্রার্থনা করিলাম, হে পরমেশ্বর, বিনতি করি, আমার প্রাণ রক্ষণ কর । পরমেশ্বর ৫ দয়ালু ও ন্যায়কারী, এবং আমাদের ঈশ্বর কৃপাবান। পরমেশ্বর অল্পবুদ্ধি লোকদের রক্ষণকৰ্ত্ত ; আমি দীনহীন হইলে তিনি অামার উপকার করিলেন। হে অা- ৭ মার মন, তোমার বিশ্রামস্থানে ফির, কেননা পরমেশ্বর তোমার মঙ্গল করিলেন। তিনি মৃত্যুহইতে আমার ৮ প্রাণকে ও অশ্রুহইতে আমার চক্ষুকে ও পতন হইতে অামার চরণকে রক্ষণ করিলেন । অামি পরমেশ্বরের ৯ সাক্ষাতে জীবৎ লোকদের দেশে গমনাগমন করিব । আমার বিশ্বাস ছিল, এই কারণ কথা কহিয়াছিলাম ; ১০ অামি বড় দুঃখিত ছিলাম। এবং তাবৎ মনুষ্য মিথ্যা- ১১ বাদী, ইহা হঠাৎ কহিয়াছিলাম। আমি পরমেশ্বরের ১২ নিকটে যে সকল দান পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরিয়া দিব ? পরিত্রাণের বাঢ়ি লইয়। ১৩ পরমেশ্বরের নামে প্রার্থনা করিব ; এব০১ পরমেশ্বরের ১৪ কাছে আমার যে ২ মানত, তাহণ পূর্ণ করিব ; তাহার সকল লোকের সাক্ষাতেই তাহ পূর্ণ করিব। পরমে- ১৫ শ্বরের সাক্ষাতে র্তাহার পুণ্যবান লোকদের মৃত্যু বহুমূল্য। হে পরমেশ্বর অামি তোমার দাস, তোমা- ১৩ 162 So