পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১• গীত ।] দায়ুদের গীত । o o আমি কখনো স্থানতুষ্ট হইব না, পুরুষানুক্রমে নিরা৭ পদে থাকিব ।’ তাহার মা অভিশাপ ও কাপট্য ও শঠতাতে পরিপূর্ণ, এবণ তাহার জিহ্বার নিম্নভাগে ৮ দৌরাত্ম্য ও অন্যায় থাকে। সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া নিৰ্জ্জনেতে নির্দোষকে বধ করে, ও তাহার চক্ষু ১ দুঃখগ্রস্তকে ধরিবার জন্যে নিরীক্ষণ করে। এবণ যেমন গহ্বরের মধ্যে সিংহ, তদ্রুপ সেও গুপ্ত স্থানে অপেক্ষাতে থাকে, ও দুঃথিকে ধরিতে অপেক্ষা করে ; সে ১০ অাপন জালে দুঃথিকে টানিয়া ধরে ; তাহাতে সে বিদীর্ণ হইয় পড়ে ; এই রূপে বলবানেরা দুঃখগ্ৰস্ত লো১১ ককে নিপাত করে ; এব^ ‘ পরমেশ্বর বিস্মৃত হইয়াছেন, তাহার মুখ আচ্ছাদিত, তিনি কখনো দেখিবেন না, মনে ২ এমত কহে । ১২ হে পরমেশ্বর, উঠ ; হে ঈশ্বর, আপনার হস্ত বি১৩ স্তার কর, দরিদ্রদিগকে বিস্মৃত হইও না। দুষ্ট লোক কেন ঈশ্বরকে তুচ্ছবোধ করে ? তুমি অনুসন্ধান করব। ১৪ না, সে মনে ২ এমত কহে। কিন্তু তুমি দেখিতেছ, কারণ তুমি স্বহস্তে উপদ্রবের ও ক্লেশের প্রতিফল দিবার নিমিত্তে তাহার প্রতি দৃষ্টিপাত করিতেছ ; তুমি পিতৃহীনের উপকারক, এই কারণ দুঃখগ্ৰস্ত লোক তোমার ১৫ হস্তে অণপন প্রাণ সমৰ্পণ করে ; তুমি দুষ্ট ও দুরন্ত লোকের বাহু ভগ্ন কর, এব^ শেষ পৰ্য্যন্ত তাহার ১৬ দুষ্ট তার অনুসন্ধান কর। পরমেশ্বর সদাকাল রাজা, ১৭ ভিন্ন জাতীয়েরা তাহার দেশহইতে লুপ্ত হইয়াছে। হে পরমেশ্বর, তুমি দুঃখিদের প্রার্থনা শুনিয়া তাহাদের মন ১৮ সৃস্থির করিবণ। এব০ সাণ সারিক লোক যেন পুনৰ্ব্বার দৌরাত্ম্য না করে, এই নিমিত্তে পিতৃহীন ও ক্লিষ্ট লোকদের বিচার করিতে কর্ণপাত করব। }l