পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৯ গীত।] দায়ুদের গীত । > ○○ ২৩ ণের প্রধান প্রস্তর হইয়া উঠিল ; এই কৰ্ম্ম পরমে২৪ শ্বরের কৃত, এবং আমাদের দৃষ্টিতে অদ্ভত। এই পরমেশ্বরের নিরূপিত দিন ; ভাইস, আমরা তাহাতে ২৫ উল্লাসিত হইয়া অানন্দ করি। হে পরমেশ্বর, নিবেদন করি, এ স্থান পরিত্রাণ কর ; হে পরমেশ্বর, নিবেদন ২৬ করি, এখন মঙ্গল কর । যিনি পরমেশ্বরের নামে তালিতেছেন তিনি ধন্য ; অণমরা পরমেশ্বরের মন্দিরে ২৭ থাকিয়া তোমাদের ধন্যবাদ করি । যিহোবাঃ সত্য ঈশ্বর ; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন ; তোমরা বেদির শৃঙ্গে রজুদ্বারা উৎসবের বলিকে বন্ধন কর। ২৮ জুমি আমার ঈশ্বর, অামি তোমার প্রশ৭সা করিব ; তুমি আমার ঈশ্বর, অামি তোমার প্রতিষ্ঠা করিব। ২৯ তোমরা পরমেশ্বরের প্রশ৭সা কর ; তিনি মঙ্গলদাতা ও তাহার অনুগ্রহ নিত্যস্থায়ী। ১১৯ গীত । ইব্রী ভাষাতে ককারাদি গীত ; তাহাতে ধর্মশাস্ত্রের গুণের বর্ণন এবং অনেক প্রার্থন ও প্রশংসা ও উপদেশাদি। ১২ অালফ । ১ যাহারণ সরল অাচরণ করে ও পরমেশ্বরের শাস্ত্রানু২ সারে চলে, তাহারণ ধন্য। এব^ যাহারণ র্তাহার প্রমাণবাক্য গ্রাহ করে ও সৰ্ব্বান্তঃকরণের সহিত র্তাহার ৩ অন্বেষণ করে, তাহারা ধন্য। তাহারা মন্দ কৰ্ম্ম না a করিয়া তাহার পথে গমন করে। তুমি যত্বপূৰ্ব্বক পালনার্থে আপনার সমস্ত অাজা আদেশ করিয়াছ । ৫ অাহা, তোমার বিধিমতে আচরণ করিতে অামার শু পাদবিক্ষেপ স্থির হউক। তোমার আজ্ঞ সকল লক্ষ্য ৭ করিলে আমার লজ্জা হইবে না। তোমার ধৰ্ম্মের 165