১১৯ গীত ] দায়ূদের গীত। * * > ৮২ তুমি কখন আমাকে সান্থনা দিব ? ইহা কহিতে ২ তোমার বাক্যের নিমিন্তে অামার চক্ষু অবসন্ন হয়। ৮৩ অামি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি; তথাপি তোমার ৮৪ বিধি বিস্মৃত হই না। তোমার দাসের কত পরমায়ু আছে । কবে আমার তাড়নাকারিগণকে প্রতিফল ৮০ দিব ? যে অহঙ্কারিরা তোমার ব্যবস্থানুসারে চলে ৮৬ না, তাহার, অামার নিমিত্তে গর্ত খনন করে । তোমার আজ্ঞা সকল বিশ্বসনীয় ; লোকের অন্যায়েতে অামাকে তাড়ন করে ; তুমি আমার উপকার কর । ৮৭ তাহারা পৃথিবীহইতে আমাকে প্রায় উচ্ছিন্ন করয়াছে, তথাপি অামি তোমার আদেশ পরিত্যাগ করি ৮৮ না। তুমি নিজ অনুগ্রহানুসারে আমাকে জীবন দান কর । তাহাতে আমি তোমার মুথের প্রমাণবাক্য পালন করিব । লামদ। ৮৯ হে পরমেশ্বর, তোমার বাক্য সদাকাল পৰ্য্যন্ত ১০ আকাশমণ্ডলে স্থাপিত অাছে। তোমার বিশ্বস্তুত পুরুষানুক্রমে স্থায়ী, তোমার স্থাপিত পৃথিবী স্থির ৯১ থাকে। তোমার বিচারাক্ত সাধনাৰ্থে সে সকল অদ্যাপি স্থির অাছে ; যেহেতুক সকলই তোমার ৯২ দাস। যদি তোমার শাস্ত্র অামার হর্ষজনক ন হইত, ৯৩ তবে অামি আপন দুঃখেতে নষ্ট হইতাম । আমি তোমার আদেশ কথন বিস্মৃত হইব না, কেননা তুমি ১৪ তাহারই দ্বারা অামাকে জীবন দান করিয়াছ। অামি তোমারই, তুমি আমাকে পরিত্রাণ কর ; আমি ১৫ তোমার আদেশের অন্বেষণ করিতেছি । দুষ্ট লোকেরা অামাকে নষ্ট করিতে অপেক্ষা করিতেছে ; ১৬ অামি তোমার প্রমাণবাক্য বিবেচনা করি। আমি р 2 171
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।