পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} > 0 দায়ুদের গীত। [১৩৭,১৩৮ গীত । ১৩৭ গীত । ১ বাবিল্‌ নগরে যিহুদীয়দের দুঃখ, ৭ ও ইদোমের ও বাবিলের দত্ত বিষয়ে ভবিষ্যদ্বাক্য । আমরা বাবিলের নদীতীরে বসিয়া সিয়োনকে স্মরণ করিয়া রোদন করিতেছিলাম ; এবণ তাহার মধ্যে বাইশী বৃক্ষে আপনাদের বীণা টাঙ্গাইয়। রাথিয়াছিলাম। তৎকালে আমাদের দাসত্বকারিগণ অামাদের নিকটে গীতের শব্দ, ও উপদ্রবিগণ আনন্দগান শুনিতে চাহিয়া কহিত, ‘ অপমাদের কাছে সিয়েশনের কোন গীত গাও।” আমরা বিদেশে থাকিয় কেমন করিয়া পরমেশ্বরের গীত গান করিব ? হে ফিরুশালম, আমি যদি তোমাকে বিস্মৃত হই, তবে আমার দক্ষিণ হস্ত আপন কৌশল বিস্মৃত হউক। এব^ যদি তোমাকে মনে না করি, ও অাপন পরমানন্দহইতে বিরূশালমকে অধিক ভাল না বাসি, তবে আমার জিহ্বা তালুয়াতে সঙ্কলয় হউক । হে পরমেশ্বর, যিরশালমের বিপদসময়ে ইদোম ব°২শের দোষ স্মরণ কর, কেননা তাহারা কহিয়াছিল, * উৎপাটন কর, তাহার মূল পৰ্য্যন্ত উৎ পাটন কর।” হে বিনাশ্য বাবিলের কন্যে, তুমি আমাদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছ, যে জন তোমাকে তদ্রুপ প্রতিফল দিবে, সে ধন্য । এব° যে জন তোমার শিশুগণকে ধরিয়া শৈলের উপরে অগছাড়িবে, সে ধন্য। ১৩৮ গীত । অনুগ্রহ ও সত্যতার নিমিত্তে পরমেশ্বরের প্রশংসা। দায়ুদের গীত। আমি সৰ্ব্বান্তঃকরণের সহিত তোমার প্রশ৭সা করিব, 190