১৪৭ গীত।] দায়ুদের গীত। * О У ন্যায়বিচার করেন ও ক্ষুধিতদিগকে খাদ্য দেন ; পর৮ মেশ্বর বন্দিদিগকে মুক্ত করেন। পরমেশ্বর অন্ধদিগকে চক্ষু দেন ; পরমেশ্বর অবনত লোকদিগকে উথাপন করেন ; পরমেশ্বর ধাৰ্ম্মিকদের প্রতি প্রেম করেন । ৯ পরমেশ্বর বিদেশি লোকদের রক্ষা করেন, এব^ পিতৃহীনের ও বিধবার উন্নতি করেন, কিন্তু দুষ্টগণের গতি ১০ বিপরীত করেন। পরমেশ্বর নিত্যস্থায়ি রাজা ; হে সিয়োন, তোমার ঈশ্বর পুরুষানুক্রমে রাজত্ব করিবেন । পরমেশ্বরের ধন্যবাদ কর । ১৪৭ গীত । পরমেশ্বরের কর্মের নিমিত্তে র্তাহার প্রশ৭সা । ১ পরমেশ্বরের ধন্যবাদ কর, কেননা অামাদের ঈশ্বরের উদেশে গান করা উত্তম, এব^ তাহার প্রশ৭সা করা ২ মনোহর ও উপযুক্ত। পরমেশ্বর যিরশালমকে নিৰ্ম্মাণ করেন, ও ছিন্নভিন্ন ইসুয়েল লোকদিগকে স^গ্রহ ৩ করেন। তিনি ভগ্নান্তঃকরণদিগকে সূস্থ করেন, ও তাহা৪ দের ক্ষত বন্ধন করেন । তিনি তারাগণের স°N»j্যা জানেন, ও সকলের নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন। ৫ আমাদের প্রভু মহান ও অতি বলবান ও র্তাহার শু বুদ্ধি অপরিমিত। পরমেশ্বর দুঃথিগণের উন্নতি করেন, কিন্তু দুষ্টদিগকে ভূমিতে নিপাত করেন। ৭ তোমরা প্রশ৭সা পূৰ্ব্বক পরমেশ্বরের সহিত অালাপ কর, ও বীণাযন্ত্রে অামাদের ঈশ্বরের উদ্দেশে ৮ গান কর। তিনি মেঘদ্বারা আকাশ আচ্ছন্ন করেন, ও পৃথিবীর জন্যে জল সঞ্চয় করেন, ও পৰ্ব্বতগণকে ৯ তৃণেতে ভূষিত করেন। তিনি পশুগণকে ও চীৎকার১০ কারি দাড়কাকের শাবকদিগকে আহার দেন। অশ্বের 201
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।