পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& o 8 দায়ুদের গীত । [১৫০ গীত। নামের ধন্যবাদ করুক ; এব^ তবল ও বীণাযন্ত্রে তাহার উদেশে গান করুক। পরমেশ্বর অাপন প্রজাদিগেতে আমোদ করেন, এব^ দুঃথিগণকে পরিত্রাণরূপ ভূষণ দেন। তাহার পূণ্যবান লোকের গৌরবেতে উল্লাসিত হউক ও অাপন ২ শয্যাতে উচ্চধ্বনি করুক। অন্যজাতীয়দিগকে প্রতিফল ও লোকদিগকে শান্তি প্রদানের জন্যে, এব^ রাজগণকে শৃঙ্খলে ও অধ্যক্ষদিগকে লৌহবেড়িদ্বারা বদ্ধ করণার্থে ও তাহাদের মধ্যে নিরূপিত বিচার নিম্পন্ন করণার্থে তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশ^সা, ও তাহাদের হস্তে দ্বিধার খড়গ থাকে ; এমন সম্ভমে র্তাহার তাবৎ পূণ্যবান লোকের অধিকার। পরমেশ্বরের ধন্যবাদ কর। ১৫০ গীত । নানা যন্ত্ৰদ্ধারা ঈশ্বরের প্রশংসা করিতে বিনয়। পরমেশ্বরের ধন্যবাদ কর ; র্তাহার ধৰ্ম্মধামে ঈশ্বরের ধন্যবাদ কর ; তাহার বলপ্রকাশক আকাশমণ্ডলে র্তাহার ধন্যবাদ কর। র্তাহার মহৎ কার্য্যের নিমিত্তে তাহার ধন্যবাদ কর, ও তাহার মহামহিমার নিমিত্তে তাহার ধন্যবাদ কর। তুরীধ্বনির সহিত র্তাহার ধন্যবাদ কর, এব° নেবল ও বীণাযন্ত্রে তাহার ধন্যবাদ কর। এবণ তৰল ও নৃত্যদ্বারা তাহার ধন্যবাদ কর ; এবণ তারযুক্ত যন্ত্র ও ব^শৗরবের সহিত তাহার ধন্যবাদ কর। এবণ সুশ্রাব্য করতালিম্বারা তাহার ধন্যবাদ কর, এব^ উচ্চধ্বনি করতালিম্বারা তাহার ধন্যবাদ কর । তাবৎ প্রাণী পরমেশ্বরের ধন্যবাদ করুক। পরমেশ্বরের ধন্যবাদ কর । 204