পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ গীত।] দায়ুদের গীত । $ 3 ৪ ভাবহইতে আমার মুখ ভিন্ন নহে। আমি মনুষ্যের কার্য্য বিষয়ে তোমার মুখের কথাদ্বারা বিনাশকের পথহইতে ৫ সাবধান হইয়াছি। তুমি আপন পথে আমার গতি স্থির রাখ, তাহাতে আমার পাদ বিচলিত হইবে না। শু হে ঈশ্বর, তুমি আমার নিবেদন শুনিয়া থাক, এই জন্যে তোমার কাছে প্রার্থনা করিতেছি ; কৰ্ণ পাতিয়া অামার ৭ কথা শুন । দক্ষিণ বাহুদ্বারা শরণাগত লোকদিগকে বিপক্ষগণহইতে রক্ষা কর যে তুমি, তুমি আপনার ৮ আশ্চৰ্য্য অনুগ্রহ প্রকাশ কর। নয়নের তারার ন্যায় অামাকে রক্ষা কর, ও অাপন পক্ষের ছায়াতে অা৯ চ্ছাদন কর । এব^ যে দুষ্টগণ আমার হি৭সা করে, ও যে শত্ৰুগণ প্রাণনাশার্থে আমাকে বেষ্টন করে, তা১০ হাদের হইতে রক্ষা কর । তাহারণ মেদেতে স্থূল ১১ হইয়াছে, ও অহঙ্কারের কথা কহে । এখন তাহারা আমাদের গমনপথে আমাদিগকে ঘেরে, ও डूमि১২ তে হেট হইয়া নিরীক্ষণ করিয়া থাকে। তাহারা মৃগয় করিতে উদ্যত বলবান সি হের সদৃশ ও গুপ্তস্থানে ১৩ শয়নকারি যুবসিপহের তুল্য। হে পরমেশ্বর, উঠ, তাহাদিগকে বঞ্চিত করিয়া নিপাত কর, ও নিজ খড়গ১৪ স্বরূপ দুষ্ট লোকহইতে আমার প্রাণ রক্ষণ কর। হে পরমেশ্বর, যে লোকের তোমার মুষ্টিস্বরূপ, তাহাদের হইতে আমাকে রক্ষণ কর ; তাহারা সা-সারিক, ও জীবদ্দশাতেই সুখভোগী ; তাহাদের উদর তোমাদ্বার গুপ্ত ধনে পরিপূর্ণ, ও চক্ষু সন্তানদর্শনে তৃপ্ত হয়; আর তাহার। আপন ২ শিশু বালকদের নিমিত্তে সমুক্তি ১৫ রাখে। আমি ধৰ্ম্মেতে তোমার মুখের দর্শন পাইব, এব^ তোমার সাদৃশ্যে জাগ্রত হইয়া তৃপ্ত হইব । c 3 17