পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায়।] হিতোপদেশ । *○○ ৩২ সভূম করে। দুষ্ট লোক আপন দৌজন্যেতে তাড়িত হইয়া ( লোকান্তরে ) যায় ; কিন্তু মরণকালে ধাৰ্ম্মি৩৩ কের প্রত্যাশা থাকে। প্রজ্ঞা জ্ঞানবানদের হৃদয়ে গুপ্ত থাকে, কিন্তু অজ্ঞানদের অন্তরে ভাসিয়া উঠে। ৩৪ ধমুদ্ধিারা রাজ্যের উন্নতি হয় ; কিন্তু পাপ দেশের ৩৫ কলঙ্ক। বুদ্ধিমান দাস রাজার অনুগ্রহ পায় ; কিন্তু লজ্জাদায়ী তাহার ক্রোধের পাত্র হয়। ১ ৫ অধ্যায় । ১ কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কঠিন বাক্য ২ ক্রোধ জন্মায়। জ্ঞানবানের জিহ্বা উত্তম জ্ঞান প্রকাশ করে ; কিন্তু অজ্ঞানের মুখ অজ্ঞানত উদগার করে। ৩ পরমেশ্বরের চক্ষু সৰ্ব্বত্র থাকিয়া অধম ও উত্তমদিগকে ৪ দেখে। মিলনকারি জিহ্বা অমৃত বৃক্ষস্বরূপ ; কিন্তু বি৫ চ্ছেদকারি জিহ্বা বিনাশক ঝড়ের ন্যায়। অজ্ঞান আপন পিতার উপদেশ তুচ্ছ করে ; কিন্তু যে জন ভৎসন ১ মানে, সেই সতর্ক। ধাৰ্ম্মিকের গৃহে বহু ধন থাকে ; কিন্তু দুষ্টের সল্পত্তি ব্যাকুলতাযুক্ত। জ্ঞানবানের ওষ্ঠ জ্ঞান প্রকাশ করে ; কিন্তু অজ্ঞানের অন্তঃকরণ চঞ্চল । ৮ দুষ্টদের বলিদান পরমেশ্বরের ঘৃণিত ; কিন্তু সরলদের ১ প্রার্থনা তাহার সন্তোষজনক। পরমেশ্বর দুষ্টের পথ ঘৃণা করেন ; কিন্তু ধৰ্ম্মের অনুগামিকে প্রেম করেন। ১০ সৎপথত্যাগির প্রতি দুঃখদায়ক শান্তি ঘটিবে, এবং যে ১১ জন ভৎসনা ঘৃণা করে, সে মরিবে। পরলোক ও নরক যে পরমেশ্বরের গোচর হয়, মনুষ্যসন্তানদের অন্তঃকরণ ১২ কি তাহার গোচর হইবে না ? নিন্দক ভৎসনাকারিকে প্রেম করে না, জ্ঞানিদের সহিত গতায়াতও করে না । ১৩ আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মনের দুঃখেতে U 2 231