পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দায়ুদের গীত। [১৮ গীত । میb <" ১৮ গীত । দায়ুদের কথা, ৭ ও পরমেশ্বরের নানা আশ্চৰ্য্য ক্রিয়া, ১৬ ও ঈশ্বর হইতে উপকারের দ্বারা দায়ুদের রক্ষা, ৪৬ ও তন্নিমিত্তে তাহার ধন্যবাদ করণ । প্রধান বাদ্যকরকে দাতব্য পরমেশ্বরের দাস দাযুদের গীত । যে সময়ে পরমেশ্বর তাবৎ শত্রুর ও শৌলের হস্তহইতে দায়ুদকে রক্ষা করিলেন, তৎকালে সে পরমেশ্বরের নিকটে যে গীত গান করিল, এই সেই গীত। হে অামার বলস্বরূপ পরমেশ্বর, অামি তোমাকে ১ প্রেম করি। হে পরমেশ্বর, তুমিই আমার পর্বত ও গড় ২ ও রক্ষাকর্তা, ও অামার ঈশ্বর, ও আমার আশ্রয়গিরি ; এব^ আমার ঢাল, ও অামার বলবান ত্রাণকর্তা ও উচ্চদুর্গ। আমি প্রশ^সনীয় পরমেশ্বরের কাছে প্রা- ৩ থনা করিয়া আপন শতুহইতে রক্ষণ পাইলাম। আমি ৪ মৃত্যুরূপ রজ্জতে বেষ্টিত, ও বিনাশরুপ বন্যাতে আশঙ্কিত, এব^ পরলোকীয় পাশে বদ্ধ, ও মৃত্যুরূপ জালে ৫ জড়িত ছিলাম। এমন বিপদ সময়ে অামি পরমেশ্বরের ও নিকটে প্রার্থনা করিলাম, ও আপন ঈশ্বরকে আহ্বান করিলাম, তাহাতে তিনি অণপন মন্দিরে থাকিয় অামার রব শ্রবণ করিলেন, ও আমার আহ্বান তাহার কর্ণগোচর হইল । তখন র্তাহার ক্রোধ প্রযুক্ত পৃথিবী টলটলায়মান ৭ ও কল্পিত হইল, এব^ পৰ্ব্বতের মূল কল্পান্বিত হইয়া বিচলিত হইল। এব^ তাহার নাসারন্ধু- ৮ হইতে ধূম নির্গত হইল, ও তাহার মুখহইতে নিৰ্গত অগ্নি তাবৎকে গ্রাস করিল ; তাহাতে অঙ্গার প্রজ্বলিত হইল। পরে তিনি আকাশকে পথস্বরূপ করিয়া পদ- ৯ 18