পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

황 8 হিতোপদেশ । [২৪ অধ্যায়। ২০ অধ্যায়। মদ নিন্দকস্বরূপ ও সূরা কলহকারিণীস্বরূপ ; যে কেহ তাহাতে ভুণন্ত হয়, সে জ্ঞানবান নয়। রাজার ভয়ানকত্ব সি^হগৰ্জ্জনের ন্যায় ; যে জন তাহার ক্রোধ জন্মায়, সে অাপন প্রাণের বিরুদ্ধে পাপ করে। বিবাদহইতে নিবৃত্ত হইলে মনুষ্যের গৌরব হয় ; কিন্তু প্রত্যেক মুর্থ লোক ক্রোধী হয়। অলস লোক শীতের ভয়ে হাল বহিতে চায় না ; এই জন্যে শস্যের সময়ে ভিক্ষা করিলেও কিছু পায় না। মনুয্যের মনের পরামর্শ গভীর জলের ন্যায় ; কিন্তু বুদ্ধিমান তাহা উত্তোলন করে। অনেক লোক অাপন ২ সৌজন্যের প্রশ৭সা করে ; কিন্তু বিশ্বস্ত মনুষ্য কোথা পাওয়া যায় ? ধাসুিক আপনি সরলতাতে চলে ; তাহার পরে তাহার সন্তানগণ ধন্য হয় । বিচারণসনে উপবিষ্ট রাজা আলপন দৃষ্টিদ্বারা তাবৎ অন্যায় চালন করে। আমি আপন মন পরিস্কার করিলাম, ও নিজ পাপহইতে & পরিস্কৃত হইলাম, এমত কথা কে বলিতে পারে ? নানা ১০ প্রকার ঢক ও নানাবিধ তৌল উভয়ই পরমেশ্বরের ঘৃণিত। বালককেও তাহার কার্য্যদ্বারা জানা যায় ; ১১ অর্থাৎ তাহার কৰ্ম্ম পবিত্র ও সরল কি না, ইহা বুঝা যায়। শ্রবণকারি কর্ণ ও দর্শনকারি চক্ষু এই উভয়ই ১২ পরমেশ্বরের সৃষ্ট। নিদ্রাকে ভাল বাসিও না, তাহ ১৩ করিলে দরিদ্রতা ঘটিৰে ; চক্ষু মেল, তাহাতে খাদ্যেতে তৃপ্ত হইব। ভাল নয়, ভাল নয়, এই কথা ক্রয়কারী ১৪ বলে, পরে স্থানান্তরে যাইয়ণ শ্লাঘা করে। সুবর্ণ ও ১৫ মুক্তাসমূহের কাছে জ্ঞানবিশিষ্ট ওষ্ঠ অমূল্য ভূষণ স্বরূপ। যে জন পরের প্রতিভূ হয়, তাহার বস্ত্র লও ; ; 240 So