পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] হিতোপদেশ। * 3 & ২১ তুমি যেন তাহাকে সত্য উত্তর দিতে পার, এই জন্যে তোমার প্রতি যুক্তিতে ও জ্ঞানেতে কি উত্তম কথা লিথি ২২ নাই ? দরিদ্র বলিয়া দরিদ্রের দ্রব্য অপহরণ করিও না, ও বিচারস্থানে উপদ্রুত লোকের প্রতি উপদ্রব করিও না। ২৩ কেননা পরমেশ্বর তাহাদের বিবাদ নিষ্কপত্তি করিবেন, এব^ যাহারণ তাহীদের দ্রব্য অপহরণ করে, তাহীদের ২৪ প্রাণ অপহরণ করবেন। রাগি লোকের সহিত বন্ধুতা করিও না, এবণ ক্রোধি লোকের সঙ্গে গমন করিও ২৫ না ; করিলে তাহার মত শিথিয়া অাপন প্রাণকে ফাদে ২৬ ফেলিবা। যাহার হস্তে হস্ত দেয় ও ঋণির প্রতিভূ ২৭ হয়, তাহাদের মধ্যে তুমি এক জন হইও না। যদি তোমার পরিশোধ করণের সঙ্গতি না থাকে, তবে তো২৮ মার পাতিত শয্যা কেন আটক হইবে? ভূমির যে পুরাতন পরিমাণচিহ্ন তোমার পূৰ্ব্বপুরুষদ্বারা স্থাপিত ২৯ হইয়াছে, তাহা দূর করিও না। তুমি কি কোন লোককে নিজ কৰ্ম্মে অবিলম্বী দেখিতেছ? সে নীচ লোকদের সাক্ষাতে না দাড়াইয়া রাজগণের সাক্ষাতে দাড়াইবে । ২৩ অধ্যায়। ১ তুমি দেশাধ্যক্ষের সহিত ভোজনে বসিলে তোমার ২ সাক্ষাতে কি আছে, তাহা বিবেচনা কর । উদর মুরি হইলে আপনার গলায় আপনি ছুরি দেওয়া হয়। ৩ তাহার উত্তম খাদ্যে লোভ করিও না, কারণ সে ভুান্তি৪ জনক আহার। ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও ৫ না, এব^ আপন বুদ্ধিতে নির্ভর দিও না। তুমি ধনের প্রতি কেন লোভদৃষ্টি করিতেছ? সে থাকে না ; যেমন উৎক্রোশ পক্ষী আকাশে উড়ে, তদ্রুপ সে পাথাবি শিষ্ট হইয়া উড়িয়া যায়। 区3 245