3 & 8 হিতোপদেশ । [২৭ অধ্যায়। মধ্যে কি ঘটিবে, তাহা তুমি জান না। অন্য লোক ২ তোমার প্রশ৭সা করুক, কিন্তু তোমার নিজ মুখ না করুক ; ও অন্য লোক তোমার সুখ্যাতি করুক, কিন্তু তোমার নিজ ওষ্ঠ নগ্ন করুক। প্রস্তর ভারী এব০ বালিও ৩ ভারী বটে, কিন্তু অজ্ঞানের রাগ ঐ উভয় অপেক্ষা ভারী। ক্ৰোধ দুরন্ত ও কোপ প্রলয়কারী ; কিন্তু স্ত্রীনিমিত্ত্বক অন্তর্জালার নিকটে কে দাড়াইতে পারে ? গুপ্ত প্রেম অপেক্ষা প্রকাশিত অনুযোগ ভাল। বন্ধু ও লোকের প্রহার বিশ্বাসযোগ্য, কিন্তু শত্রুর চুম্বন অবি- ৩ bo 8 শ্বাসযোগ্য। তৃপ্ত লোকের মৌচাকে ঘৃণ। বোধ হয় ; কিন্তু ক্ষুধিতের কাছে তিক্ত দ্রব্যও মিষ্ট। যে জন অণপন স্থান ছাড়িয়া ভুমণ করে, সে বাস হইতে ভুমণকারি পক্ষির ন্যায়। সুগন্ধি তৈল ও ধূপহইতে যেমন ৯ মনের তুষ্টি, তদ্রুপ স্নেহযুক্ত পরামর্শহইতে মিত্রতার মিষ্টতা জন্মে। তোমার মিত্রকে ও পিতার মিত্রকে ১০ ত্যাগ করিও না, এব°N আপন বিপদকালে ভুাতার গৃহে যাইও না ; কেননা দূরস্থ ড্রাতা অপেক্ষ নিকটস্থ মিত্র ভাল । হে অামার পুত্র, জ্ঞানবান হও, ও অামার মনকে ১১ অশনন্দিত কর ; তাহাতে আমি আপন অপমানকারির প্রতি উত্তর দিতে পারিব। সতর্ক লোক বিপদ দেখিলে ১২ আপনাকে লুক্কায়িত করে ; কিন্তু জড়বুদ্ধির আগ্নে যাইয়া শান্তি পায়। যে জন পরের প্রতিভূ হয়, তাহার মত বস্ত্র লও ; এবণ যে কেহ বারাঙ্গনার নিমিত্তে হয়, তাহার সৰ্ব্বস্ব বন্ধকরূপে লও। যে জন প্রত্যুষে উঠিয়া ১৪ উচ্চৈঃস্বরে আপন বন্ধুকে আশীৰ্ব্বাদ করে, তাহার সেই কৰ্ম্ম অভিশাপরুপে গণিত হয়। বৃষ্টিকালে ফোট ২ ১৫ জল পড়া, ও কলহকারিণী স্ত্রী, এ উভয়ই সমান। 254 -
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।