পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৬ ০ হিতোপদেশ । [৩০ অধ্যায়। ( হে ঈশ্বর ) আমি তোমার কাছে দুই বর প্রার্থনা ৭ করি, অামার যাবজ্জীবন তাহ দিতে অস্বীকার করিও না। অলীকতা ও মিথ্যাকথা আমার নিকটহইতে দূর ৮ কর ; এব° দরিদ্রতা কিম্বা ধনাঢ্যতা অামাকে না দিয়া উপযুক্ত খাদ্য দ্রব্য ভোজন করাও ; নতুবা আমি তৃপ্ত ৯ হইয়া তোমাকে অস্বীকার করিয়া বলিব, পরমেশ্বর কে ? কিম্বা দরিদ্র হইয়ণ চুরি করিব ও অামার ঈশ্বরের নাম অনর্থক লইব । প্রভূর নিকটে দাসের অপবাদ করিও না, করিলে সে ১০ তোমাকে শাপ দিবে ও তুমি অপরাধী হইব। আপন ১১ পিতাকে শাপ দেয় ও অাপন মাতার মঙ্গল প্রার্থনা BBB BS BBB BB BBB BBS BBB BBBBB BB মল ধৌত না করিয়াও আপনাকে নিৰ্ম্মল বোধ করে, এমত এক বণশ আছে। এবং দৃষ্টি অতি উচ্চ ও চক্ষুর ১৩ পাতা অতি উন্নত করিয়া থাকে, এমত এক ব^শ আছে। এবং পৃথিবীতে দরিদ্রকে ও মনুষ্যের মধ্যহ- ১৪ ইতে দীনহীনকে ভক্ষণ করণার্থে যাহাদের দন্ত খড়গের ন্যায়, ও কসের দন্ত ছুরিকার ন্যায় হয়, এমত এক ব০Nশ অাছে। দেও ই এই নামে জোকের দুই কন্যা ১৫ আছে ; এবং তিন বস্তু কখনো তৃপ্ত হয় না, বরণ চারি বস্তু, “ যথেষ্ট হইল । এ কথা কখনো বলে না ; অর্থাৎ ১৬ পরলোক, ও বন্ধ্যার জঠর, ও জলেতে অতৃপ্ত ভূমি, এবণ যথেষ্ট হইল ? এই বাক্য কহিতে অক্ষম অগ্নি। যে চক্ষু ১৭ আপন পিতাকে পরিহাস করে ও মা তার আজ্ঞা তুচ্ছ করে, উপত্যকার কাকেরা তাহ বাহির করিবে, ও উৎক্রোশ পক্ষির শাবকগণ তাহ খাইবে । তিন বিষয় ১৮ আমার জ্ঞানের অগম্য, বরণ চারি বিষয় আমি বুঝিতে পারি না। অর্থাৎ উৎক্রোশপক্ষির গতি আকাশে, ও ১৯ 260