পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) o দায়ুদের গীত । [২৫ গীত। আমাকে জ্ঞাত কর, ও তোমার মার্গ বিষয়ে আমাকে শিক্ষণ দেও ! তোমার সত্যপথে আমাকে গমন করণও ; ৫ তুমি আমাকে শিক্ষণ দেও ; যেহেতুক তুমিই আমার ত্ৰাণকর্তা ঈশ্বর, এব০ অামি তাবৎ দিন তোমার অপেক্ষা করি | হে পরমেশ্বর, অনাদিকালাবধি তো- ৬ মার যে নানাবিধ দয়া ও করুণ অাছে, তাহ স্মরণ কর। আমার যৌবনাবস্থার পাপ ও অামার অপরাধ ৭ সকল স্মরণ করিও না ; হে পরমেশ্বর, আণপন সৌজন্য প্রযুক্ত আপন দয়ানুসারে আমাকে স্মরণ কর। পর- ৮ মেশ্বর সজ্জন ও যাথার্থিক, এই জন্যে পাপিদিগকেও সৎপথ দেখান। তিনি নমু লোকদিগকে রাজনীতির ৯ পথে গমন করান, ও নমুদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দেন । যাহারণ পরমেশ্বরের নিয়ম ও প্রমাণ- ১০ বাক্য প্রতিপালন করে, তাহাদের জন্যে র্তাহার তাবৎ পথ দয়ার ও সত্যতার পথ । হে পরমেশ্বর, তুমি নিজ ১১ নামের গুণে আমার অপরাধ মাৰ্জ্জন কর, কেননা তাহা বড়। যে জন পরমেশ্বরকে ভয় করে, সে কে ? ১২ তাহাকে তিনি গন্তব্য পথ দেখাইয়া দিবেন। তাহার ১৩ প্রাণ কুশলে বসতি করিবে, এবণ তাহার বণশ পৃথিবীর অধিকারী হইবে। পরমেশ্বরের ভয়কারিদিগের ১৪ সহিত র্তাহার মিত্রতালাপ হয়, তিনি তাহাদিগকে অাপন নিয়ম জ্ঞাত করেন। পরমেশ্বরের প্রতি অামার ১৫ একান্ত দৃষ্টি আছে, কেননা তিনি জালহইতে আমার চরণ উদ্ধার করবেন। অামার প্রতি ফিরিয়া দয়া কর, ১৬ কেননা আমি অনাথ ও দুঃখী। অামার মনের ক্লেশ ১৭ বৃদ্ধি পাইতেছে, কষ্টহইতে আমাকে নিস্তার কর। আমার দুঃখ ও ক্লেশের প্রতি দৃষ্টিপাত কর, আমার ১৮ পাপ সকল ক্ষমা কর। অামার বৈরিগণের প্রতি অব- ১৯ 30