পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ গীত ] দায়ুদের গীত। ○○ ৭ হে পরমেশ্বর, শ্রবণ কর ; অামি আপন রবেতে অাস্থান করি, তুমি আমার প্রতি কৃপা করিয়া উত্তর দেও। ৮ ‘ তোমরা আমার মুথের অন্বেষণ কর, তোমার এই বাক্যে আমার মন কহে, হে পরমেশ্বর, অামি তোমার ৯ মুথের অন্বেষণ করিব। তুমি আমাহইতে আপন মুখ আচ্ছাদিত করিও না ; এব^ ক্রোধ পূৰ্ব্বক নিজ দাসকে দূর করিও না ; তুমি আমার উপকারী ; হে আমার ত্ৰাণকৰ্ত্ত ঈশ্বর, অামাকে ছাড়িও না ও পরিত্যাগ ১০ করিও না। যদ্যপি অামার পিতা মাতা আমাকে পরিত্যাগ করে, তথাপি পরমেশ্বর আমাকে গ্রাহ্য ১১ করিবেন। হে পরমেশ্বর, তোমার পথ অামাকে জ্ঞাত কর, এবণ বৈরিগণ প্রযুক্ত আমাকে সরল পথে গমন ১২ করাও । আমার বিপক্ষগণের হস্তে আমাকে সমপৰ্ণ করিও না ; মিথ্যা সাক্ষিগণ অামার বিরুদ্ধে উঠিয়া ১৩ নিৰ্দ্দয়ৰূপে হুঙ্কার করিতেছে। অামি জীবিত লোকদের দেশে পরমেশ্বরের সৌজন্য দর্শন করিব, এমত বিশ্বাস ১৪ যদি আমার না থাকিত, তবে নিরাশ হইতাম। পরমেশ্বরের অপেক্ষা কর, ও উৎসাহ কর, তাহাতে তিনি তোমার মন সবল করিবেন, পরমেশ্বরের অপেক্ষাতে থাক । ২৮ গীত । ১ আপনার ও আপন লোকদের নিমিত্তে দাযুদের প্রার্থনা, ও ও পরমে শ্বরের ধন্যবাদ করণ। - দায়ুদের গীত। ১ হে পরমেশ্বর, অামি তোমার কাছে প্রার্থনা করিতেছি ; হে আমার পর্বত, আমার প্রতি মৌনী হইও না কেননা তুমি আমার প্রতি মৌনীভূত হইলে আমি 33