পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ গীত ।] দায়ুদের গীত। 8 à গকে আণপন অধিকারের জন্যে মনোনীত করিয়াছেন, ১৩ তাহারা ধন্য। পরমেশ্বর স্বৰ্গহইতে দৃষ্টিপাত করিয়া ১৪ তাবৎ মনুষ্যসন্তানগণকে নিরীক্ষণ করেন। তিনি অণপন বাসস্থানহইতে পৃথিবীনিবাসি সকলকে অবলোকন ১৫ করেন। তিনি তাহদের অন্তঃকরণের অদ্বিতীয় সৃষ্টিকর্তা ১৬ ও তাহণদের তাবৎ ক্রিয়ার সাক্ষী। কোন রাজা মহাসৈন্যদ্বারা ত্ৰাণ পায় না, ও কোন বীর মহাবলেতে নি১৭ স্থার পায় না। উদ্ধারার্থে অশ্বও বৃথা হয়, সে অাপন ১৮ মহাবলেতে রক্ষা করিতে পারে না । দেখ, যাহারা পরমেশ্বরকে ভয় করে, ও তাহার দয়ার অপেক্ষাতে ১৯ থাকে, তাহণদের প্রাণকে মৃত্যুহইতে রক্ষণ করিতে ও দুর্ভিক্ষ সময়ে তাহাদিগকে জীবৎ রাথিতে র্তাহার চক্ষু ২• তাহণদের প্রতি উন্মীলিত অাছে। অামাদের আত্মা পরমেশ্বরের অপেক্ষাস্তে থাকে, তিনি আমাদের উপকারক ২১ ও ঢালস্বরূপ। আমরা তাহার পবিত্র নামে প্রত্যাশা ২২ করাতে আমাদের মন তাহাতে আনন্দিত অাছে। হে পরমেশ্বর, আমরা যেমন তোমার অপেক্ষাতে থাকি, তদ্রুপ তোমার দয়া অামাদের প্রতি বর্তৃক | ৩৪ গীত । ১ ইব্রী ভাষাতে ককারাদি অক্ষরের গীত ; তাহাতে রক্ষার নিমিত্তে ঈশ্বরের প্রশংসা, ১১ ও দায়ুদের উপদেশ কথা । যে কালে দায়দ আবীমেলকের সাক্ষাতে নিজ স্বভাবের অন্যথা করণ প্রযুক্ত তৎকর্তৃক বহিস্কৃত হইয়া প্রস্থান করিল, তাহার সেই কালের গীত । ১ অামি সৰ্ব্বকালে পরমেশ্বরের ধন্যবাদ করিব, ও তাহার ২ প্রশ^সা নিত্য ২ আমার মুখে থাকিবে । অামার মন পরমেশ্বরেরই শ্লাঘা করিবে, তাহ শুনিয়া নমু লোক в 3 41