পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8文 দায়ুদের গীত। [৩৪ গীত । আনন্দিত হইবে । তোমরা আমার সহিত পরমেশ্বরের মহিমা প্রকাশ কর ; আইস, আমরা একসঙ্গে তাহার নামের প্রশ৭সা করি । অামি পরমেশ্বরের অন্বেষণ করিলে তিনি আমাকে উত্তর দিলেন, ও তাবৎ ভয়হইতে অামাকে উদ্ধার করিলেন। অন্যেরাও র্তাহার প্রতি দৃষ্টি করিয়া দীপ্তিমান হইল ; তাহদের মুখ বিবর্ণ হইল না। এই দুঃখী আহ্বান করিলে পরমেশ্বর তাহ শ্রবণ করিলেন, ও তাবৎ বিপদহইতে তাহাকে উদ্ধার করিলেন। পরমেশ্বরের দূত র্তাহার ভক্ত লোকদের চতুদিগে শিবির স্থাপন করিয়া তাহাদিগকে রক্ষণ করেন। তোমরা আস্বাদন করিয়া বুঝ, পরমেশ্বর মঙ্গলদাতা, যে জন তাহার শরণাগত সে ধন্য। হে পবিত্র লোকেরণ, পরমেশ্বরকে ভয় কর ; কেননা যাহারা পরমেশ্বরকে ভয় করে, তাহাদের কিছুরই অভাব নাই। যুবসিলহেরা খাদ্যের অভাবে ক্ষুধাৰ্ত্ত হয়, কিন্তু যাহার পরমেশ্বরের অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না । হে বালকগণ, আইস, অামার কথা শুন, অামি তো মাদিগকে পরমেশ্বরের ভক্তি শিক্ষণ করাই । কোন ব্যক্তি জীবন ভাল বাসে, ও মঙ্গল দেখিবণর জন্যে দীর্ঘায়তে প্রেম করে ? তুমি মন্দ কথাহইতে আপন জিহ্বাকে, ও প্রবঞ্চনার কথাহইতে তাপন ওষ্ঠাধরকে নিবৃত্ত কর। ও দুষ্টাচরণ ত্যাগ করিয়া সৎকৰ্ম্ম কর ও প্রীতিভাৰ চেষ্টা করিয়া তাহাতে যতনবান থাক । ধাৰ্ম্মিকগণের প্রতি পরমেশ্বরের দৃষ্টি, ও তাহদের কাকুতির প্রতি র্তাহার শ্রবণ থাকে। দুষ্টাচারিদের বিরুদ্ধে পরমেশ্বরের মুখ আছে ; তিনি পৃথিবীহইতে o У о

  • >

> R ov)

  • 3
  • g.

o S. তাহাদের নাম লোপ করবেন। (ধাৰ্ম্মিকেরা) কাত- ১৭ 42