8 ○ দায়দের গীত। [৩৭ গীত । এই বাণী হয়, পরমেশ্বর বিষয়ক ভয় তাহার চক্ষুর অগোচর। তাহার পাপ যে প্রকাশিত হইয়া ঘৃণাহ বোধ হইবে, তাহী সে আপনাকে ভুলাইয়া দেখে না। তাহার মুখে অযথার্থ ও প্রবঞ্চনার কথা থাকে, এবং সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করিয়াছে। সে আপন শয্যাতে অযথার্থ কল্পনা করে, ও কুপথে দণ্ডায়মান থাকে, দুষ্কৰ্ম্ম ঘৃণা করে না। হে পরমেশ্বর, তোমার দয়া স্বৰ্গ পৰ্য্যন্ত, ও তোমার সত্যতা আকাশ পৰ্য্যন্ত। তোমার ধৰ্ম্ম বৃহৎ পৰ্ব্বতের ন্যায়, ও তোমার বিচারা জ্ঞা মহাসাগরস্বরূপ ; হে পরমেশ্বর, তুমি মনুষ্য ও পশ্বাদিকে রক্ষা করিভেচ্ছ। হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য ! অতএব মনুষ্যসন্তানবর্গ তোমার পক্ষচ্ছায়াতে আশ্রয় লয়। তাহারা তোমার গৃহের প্রচুর খাদ্যে তৃপ্ত হয় ; তুমি তাহাদিগকে অাপন আনন্দনদীর জল পান করাইয়া থাক। যেহেতুক তোমার কাছে জীবনের উলুই আছে ; 9 3 S y আমরা তোমার দীপ্তিতে দীপ্তি পাই । তোমার তত্ত্ব- ১৭ নিদের প্রতি তাপন দয়া, ও সরলান্তঃকরণদের প্রতি আপন ধৰ্ম্ম চিরস্থায়ী কর। অহঙ্কারের চরণ আমার ১১ নিকটে না আইস্ক, ও দৃষ্ট লোকদের হস্ত আমাকে দূর না করুক। ঐ দেখ, দুষ্কৰ্ম্মকারিগণ পতিত হইল ; ১ তাহার অধঃপতিত হইয়া আর উচিতে পারে না। ৩৭ গীত । ইত্ৰী ভাষাতে দায়ুদের ককারাদিবর্ণের গীত ; তাহাতে সাংসারিক সুখের নিমিত্তে পাপিলোকদের প্রতি ঈর্ষা করণের অনুপযুক্ততা, ও পরমেশ্বরেতে প্রত্যাশা রাখলের উপযুক্ততা । দায়ুদের গীত। তুমি দুষ্টদের বিষয়ে ব্যস্ত হইও না, এবণ কুকৰ্ম্মকা 46 R o
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।