পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8レ দায়ুদের গীত। [৩৭ গীত। ভগ্ন হইবে ; কিন্তু ধাৰ্ম্মিক লোকদিগকে পরমেশ্বর ধরিয়া রাখেন। পরমেশ্বর সাধু লোকদের তাবৎ দিন ১৮ জানেন, তাহাদের অধিকার চিরকাল থাকিবে। তাহারণ ১৯ বিপদ কালেও লজ্জিত হইবে না, এবণ দুর্ভিক্ষ সময়েও তৃপ্ত হইবে। পাপিগণ বিনষ্ট হইবে ; পরমেশ্ব- ২০ রের শত্ৰুগণ মেষশাবকের মিষ্ট ভক্ষ্যের ন্যায় হইবে, ও ধূমেতে নিতান্ত লুপ্ত হইবে। পাপি লোক ঋণ করি- ২১ য়শ পরিশোধ করে না, কিন্তু ধাৰ্ম্মিক লোক দয়া করিয়া বিতরণ করে। কেননা তাহার আশীৰ্ব্বাদপ্রাপ্ত লো- ২২ কেরা দেশাধিকারী হইবে, কিন্তু তাহার শাপগ্ৰস্তু লোকেরা উচ্ছিন্ন হইবে। পরমেশ্বর সল্লোককে গতি ২৩ করান ও তাহার পথে সন্তুষ্ট হন। সে যদিও পতিত ২৪ হয়, তথাপি পতিত থাকিবে না ; যেহেতুক পরমেশ্বর তাহার হস্ত ধরিয়া রাখেন। আমি যুবা ছিলাম, এই ২৫ ক্ষণে বৃদ্ধ হইলাম, কিন্তু ধাৰ্ম্মিক লোককে কথন পরিত্যক্ত হইতে কিম্বা তাহার বণশকে কদাচ খাদ্যদ্রব্য ভিক্ষা করিতে দেখি নাই । সে প্রতিদিন দয়া করিয়া ২৬ ধার দেয়, এবণ তাহার ব^শ আশীৰ্ব্বাদ প্রাপ্ত হয়। তুমি মন্দহইতে পলায়ন করিয়া সৰ্ব্বদা সংক্রিয় ২৭ করিয়া বাস কর । পরমেশ্বর ন্যায়েতে প্রেম করেন, তিনি ২৮ আপন পূণ্যবানদিগকে কদাচ ত্যাগ করেন না ; তাহারা সদাকাল পর্য্যন্ত রক্ষণ পাইবে, কিন্তু পাপি লোকদের ব^শ উচ্ছিন্ন হইবে। ধাৰ্ম্মিকেরা দেশের ২৯ অধিকারী হইয়া সৰ্ব্বদা তাহাতে বাস করবে। ধাৰ্ম্মি ৩০ কের মুখহইতে জ্ঞানের কথা নির্গত হয়, ও তাহার জিহ্বা বিচারের কথা উচ্চারণ করে। তাহার ঈশ্বরের ৩১ শাস্ত্র তাহার অন্তঃকরণে থাকে, তাহার চরণ টলে না। পাপি লোক ধাৰ্ম্মিকের অনুসন্ধান করে ও ৩২ 48