পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ গীত ] দায়ুদের গীত । 8 N. ৩৩ তাহণকে বধ করিতে চেস্টা করে ; কিন্তু পরমেশ্বর তাহার হস্তে তাহাকে সমৰ্পণ করবেন না, তাহার বিচা৩৪ রের সময়ে তাহাকে দোষী করিবেন না । তুমি পরমেশ্বরের অপেক্ষাতে থাক, ও তাহার পথে গমন কর, তিনি তোমাকে দেশাধিকারী করিতে উন্নত করিবেন ; তুমি ৩৫ দুষ্টদের উৎপাটন দেখিব। আমি দুষ্ট লোককে দেখিয়াছি, সে দুৰ্জ্জয় এব^ শ্যামল বৃক্ষের ন্যায় ৩৬ বিস্তারিত ছিল ; তথাপি সে গেল, থাকিল না ; আমি তাহার অন্বেষণ করিলাম, কিন্তু উদেশ পাইলাম ৩৭ না। সাধু জনের প্রতি মনোযোগ কর, ও সরল লোককে নিরীক্ষণ কর, কেননা শান্ত ব্যক্তির অাশা সফল ৩৮ হইবে। কিন্তু অধাৰ্ম্মিক লোকেরা একেবারে নষ্ট ৩৯ হইবে, এবং দুষ্টদের অাশা উচ্ছিন্ন হইবে। ধাৰ্ম্মিকদের পরিত্রাণ পরমেশ্বর হইতে হইবে, তিনি বিপদ৪০ কালে তাহণদের বলস্বরূপ। পরমেশ্বর তাহণদের উপকার করিয়া রক্ষা করিবেন ; তাহারা তাহার শরণাগত, এই প্রযুক্ত তিনি দুষ্টদের হস্তহইতে তাহাদিগকে উদ্ধার করিয়া পরিত্রাণ করিবেন। ৩৮ গীত । ১ পাপের জন্যে শোক, ১১ ও দুঃখের জন্যে বিলাপ। দাদের কৃত স্মরণার্থক ধর্মীত। ১ হে পরমেশ্বর ক্রোধেতে আমাকে ভৎসনা করিও না, ২ এব^ রোষেতে আমাকে শাস্তি দিও না। কেননা তোমার তীর অামাতে বিদ্ধ অাছে, ও আমার উপরে তো৩ মার হস্ত ভারী অাছে। তোমার কোপ দ্বারা অামার মাসে কিছু স্বাস্থ্য নাই, এব^ আমার পাপ প্রযুক্ত ৪ আমার অস্থির কিছুই শান্তি নাই। আমার অপরাধ в. т. s ) E 49