পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯ গীত।] দায়ুদের গীত । G 2 ১৯ পাপের নিমিন্তে মনস্তাপ পাইতেছি। কিন্তু আমার শজুগণ সতেজ ও বলবান, এবং অনেকে আমাকে ২০ অকারণে ঘূণা করে। এবণ উপকারের পরিশোধে অপকার করে, তার তামি সৎ কৰ্ম্মের অনুগামী, এই ২ . কারণ আমার শজুতা করে। হে পরমেশ্বর, অামাকে ত্যাগ করিও না ; হে আমার ঈশ্বর, অামাহইতে দূরে ২২ থাকিও না । হে আমার পরিত্রাণের প্রভো, অামার উপকার করিতে সত্বর হও। ৩৯ গীত । ১ মানুষের অসারতা, ৭ ও দাযুদের প্রার্থনা ৷ যিদুগুনের দলমধ্যে প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের ধর্মগীত। ১ - অামি আপন তাবৎ পথে সাবধান হইয়া চলিব ; জিহ্লাদ্বারা পাপ করিব না ; দুষ্ট লোক যাবৎ আমার নিকটে থাকিবে, তাবৎ আমি বলগাদ্বারা মুখ বদ্ধ ২ করিয়া রাগিব, এই কথা কহিয়াছিলাম। আমি বোবার ন্যায় নীরব হইয়া সৎকথা হইতেও নিবৃত্ত হইয়া থাকিলাম, কিন্তু তাহাতে অামার শোক উথলিল ; ৩ ও ভাবিতে ২ অণন্তরিক অগ্নি প্রজ্বলিত হইলে আমার মন উত্তপ্ত হইল ; তখন আমি জিহ্বাতে এই কথা কহি৪ লাম ; হে পরমেশ্বর, আমার মরণসময় ও আয়ুর পরিমাণ অামাকে জ্ঞাত কর, তাহাতে আমি কেমন ও অল্পস্থায়ী, তাহ জানিতে পারিব। দেখ, তুমি আমার জীবনকাল বিঘত পরিমিত করিয়াছ, ও আমার আয়ু তোমার দৃষ্টিতে নামমাত্র ; প্রত্যেক মনুষ্য আপন শু উত্তম অবস্থাতেও নিতান্ত আসার । সেলা। প্রত্যেক । মনুষ্যই ছায়ার ন্যায় গমনাগমন করে, ও অসারের E 2 51