G 3 দায়ুদের গীত। [৪১ গীত । হে পরমেশ্বর, ত্বরায় অামার উপকার কর । যাহার। ১৪ আমার প্রাণকে নষ্ট করিতে চেষ্টা করে, তাহারণ একেবারে লজ্জিত ও অপ্রতিভ হউক ; ও যাহারা অামার বিপদে আনন্দ করে, তাহারণ পরাখুথ ও বিষন্ন হউক। এবণ যাহারণ হল ২ বলিয়া অামাকে বিদ্রুপ করে, তাহারণ আপনাদের লজ্জা প্রযুক্ত স্তব্ধ হউক। কিন্তু তোমার অন্বেষণকারি সকলে তোমাতে আনন্দিত ও উল্লাসিত হউক, এবণ বাহার তোমার কৃত পরিত্রাণে প্রেম করে, তাহারা সৰ্ব্বদা এ কথা কহুক, পরমেশ্বর মহামহিমান্বিত হউন। আমি দুঃখী ও দরিদ্র, কিন্তু প্ৰভু আমার বিষয়ে চিন্তা করেন ; তুমি অামার উপকারী ও রক্ষাকৰ্ত্ত ; হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না। ৪১ গীত । ১ দয়ালু লোকের ধন্যতা, ৪ ও বিশ্বাসঘাতকতা বিষয়ে বিলাপ, ১ ও ও প্রার্থন । প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের ধর্মগীত। যে জন দীনহীনের সহিত সদ্ব্যবহার করে সে ধন্য, বিপদকালে পরমেশ্বর তাহণকে রক্ষা করিবেন । পরমেশ্বর তাহাকে বাচাইয়ণ প্রতিপালন করবেন, ও দেশে সুগ্ৰী করবেন, এবং শত্ৰুগণের ইচ্ছাতে তাহাকে সমৰ্পণ করিবেন না। পরমেশ্বর ব্যাধি শয্যার উপরে তাহাকে সবল করিবেন, ও রোগেতে তাহার তাবৎ শয্যা প্রস্তুত করিবেন। অামি কহিলাম, হে পরমেশ্বর, তুমি দয়া করিয়া অামার মনকে সূস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধে পাপ করিলাম। আমার শত্ৰু আমার বিষয়ে এই ২ 54 ృ( ১ ত > R
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।