পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৫ গীত।] দায়ুদের গীত। ○ > ཚེ་༤ ཨོ་ཧྥུ། ༄ কোপচারির কমু্যদ্বারা আমার অপমান সমস্ত দিন আমার সমুথে থাকে, ও লজ্জা আমার মুখ ১৭ আগছাদন করে। আমাদের প্রতি এই সমস্ত ঘটে ; কিন্তু আমরা তোমাকে বিস্মৃত হই নাই, ও তোমার ১৮ নিয়ম অস্বীকার করি নাই ; এব°N অামাদের মন পরাজুথ হয় নাই, ও তোমার পথহইতে আমাদের ১৯ চরণ টলে নাই। তথাপি তুমি নাগগণের অালয়ে আমাদিগকে চূর্ণ করিতেছ, ও মৃতু্যচ্ছায়াতে আচ্ছন্ন করিতেছ। ২৩ আমরা যদি আপনাদের ঈশ্বরের নাম বিস্মৃত এবণ ২১ ইতর দেবের সম্মুখে কৃতাঞ্জলি হইয়া থাকি, তবে ঈশ্বর কি তাহার অনুসন্ধান করিবেন না ? যেহেতুক তিনি ২২ মনেরও গুপ্ত কথা জ্ঞাত অাছেন । অামরা তোমার নিমিত্তে সমস্ত দিন মৃত্যুমুখে আছি ; ও বধ্য মেষের ২৩ ন্যায় গণিত হইতেছি। হে প্রভো, জাগ্রভ হও, কেন নিদ্রা যাও ; গাত্রোথান কর ; আমাদিগকে চিরকাল ২৪ নিগ্ৰহ করিও না। তুমি কেন আপনার মুখ আচ্ছাদন করিতেছ? অামাদের দুঃখ ও তাড়না কেন বিস্মৃত ২৫ হইতেছ? আমাদের প্রাণ ধূলিতে পতিত, ও অামা২৬ দের উদর ভূমিতে লগ্ন আছে। আমাদের উপকারের নিমিত্তে উঠিয় নিজ দয়াগুণে আমাদিগকে মুক্ত কর। ৪৫ গীত । খ্রীষ্টের সৌন্দর্ষ্য ও জয় ও রাজ্য বিষয়ক ভবিষ্যদ্বাক্য। প্রধান বাদ্যকরকে দাতব্য শোশনীম্‌ নামক স্বরযুক্ত কোরহীয় বংশের কৃত প্রেমবিষয়ক ধর্মগীত । ১ অামার মনে সৎকথা উঠিতেছে ; আমি রাজার নিকটে আপন ক্রিয় নিবেদন করিব ; আমার জিহ্বা দ্রুত 59