পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দায়দের গীত৷ ১ গীত । পুণ্যবান লোকদের সুখ ও পাপি লোকদের দুঃখ । ১ ৰে জন দুষ্টদের পরামর্শে চলে না, ও পাপিদের পথে দাড়াইয়া থাকে না, ও নিন্দকদের সভাতে বসে না ; ২ কিন্তু পরমেশ্বরের শাস্ত্রেতেই আমোদ করে, ও দিবা৩ রাত্রি তাহার শাস্ত্র ধ্যান করে, সেই ধন্য । সে জলসোতের নিকটে রোপিত ও সময়ে ফলবান ও অম্লান পত্র বিশিষ্ট বৃক্ষের সদৃশ ; তাহার তাবৎ কৰ্ম্ম সফল ৪ হয়। দুষ্টদের তাদৃশ গতি নয়, তাহারা বায়ুতে চালিত ও তুষের ন্যায় । এই কারণ দুষ্ট লোকের বিচারদিনে ও পাপিগণ ধাৰ্ম্মিকদের মণ্ডলীতে দাড়াইতে পারবে শু না । কেননা পরমেশ্বর ধাৰ্ম্মিক লোকদের পথ জানেন, কিন্তু দুষ্ট লোকদের পথ বিনষ্ট হইবে। ২ গীত । ১ খ্রীষ্ট্রের শত্ৰুদের কথা, ৪ ও র্তাহার রাজ্য স্থাপনের ভবিষ্যদ্বাক্য, ১ ০ ও তাহার বিষয়ে রাজ গণের প্রতি নিবেদন । ১ ভিন্ন জাতীয়ের কেন কলহ করে, ও লোকের কেন ২ অনর্থক চিন্তা করে ; পরমেশ্বরের ও র্তাহার অভিষিক্ত ব্যক্তির বিপরীতে ভূপতির দণ্ডায়মান হয়, ও রাজার ৩ পরল্পর এমত পরামর্শ করে, " আইস, আমরা উহাদের বন্ধন ছেদন করি, ও আপনাদের নিকটহইতে উহাদের রজ্জ ফেলিয়া দি। в. т. s.) 1862. B 1. [3,000 Copies.