পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○ দায়দের গীত । [৫ • গতি । সহিত নিয়ম করিয়াছে, অামার সেই পূণ্যবান লোকদিগকে আমার নিকটে একত্র কর । তাহাতে স্বর্গ তাহার ধৰ্ম্ম প্রকাশ করিবে, কেননা ঈশ্বর আপনি বিচারকত্ব হইবেন । সেলা ।

  • হে আমার প্রজাগণ, আমি কহি, শ্রবণ কর ; হে ইসুয়েল বণশ,আমি তোমার বিষয়ে সাক্ষ্য দিব ; আমি ঈশ্বর, তোমার ঈশ্বর । তুমি আমার সাক্ষাতে নিত্য ২ যে বলিদান ও হোম করিয়া থাক, তদ্বিষয়ে তোমাকে অনুযোগ করিব না; এব^ তোমার গৃহহইতে বৃষ ও গোয়াড়হইতে ছাগল লইব না। কেননা তাবৎ বন পশু ও সহসুখ পৰ্ব্বতীয় পশু সকলই আমার । আমি পৰ্ব্বতীয় পক্ষিগণকে জানি, এ বণ মাঠের সমস্ত প্রাণীও অামার। আমি ক্ষুধিত হইলে তোমাকে কহিব না; কেননা পৃথিবী ও তন্মধ্যস্থ সকল বস্তু আমার। আমি কি বলবান বৃষের মা^স ভোজন করিব ? কিম্বা ছাগলের রক্ত পান করিব ? ঈশ্বরের নিকটে প্রশ^সারূপ বলিদান কর, ও সৰ্ব্বোপরিস্থের প্রতি আপন ব্ৰত সমপূর্ণ কর। এবণ বিপদকালে আমার কাছে প্রার্থনা কর ; তাহাতে আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার মহিমা প্রকাশ করিব।”

পরে ঈশ্বর দুষ্ট লোককে কহিবেন, ‘ অামার বিধি প্রকাশ করিতে ও আমার নিয়মের কথা মুখে আনিতে তোমার কি অধিকার ? তুমি উপদেশে অশ্রদ্ধা করিয়া থাক, ও অামার বাক্য পৗছে ফেলিয়া থাক; এবs চোরকে দেখিলে তাহার সহিত সম্মত হইয়া থাক, ও পারদারিকের সমানাPNশী হইয়া থাক ; এবণ মঙ্গে কুকথা কহিয়া থাক, ও জিহ্লাতে প্রবঞ্চন कहिन्न থাক ; এবণ বসিয়া ২ আপনার ভুাতার অপবাদ 66

  • >

> R o, so

  • 3

> Q。

  • > So

영 Y b

  • >

R o