পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু১ গীত।] দায়ূদের গীত । 2) রিদিগকে এক পতাকা দিয়া সত্য ধৰ্ম্মের নিমিত্ত্বে ৫ তাহ উঠাইতে দিয়াছ। সেলা । অতএব তোমার প্রিয় লোকেরা যেন উদ্ধার পায়, এই জন্যে নিজ দক্ষিণ ও হস্তদ্বারা অামাদিগকে ত্রাণ করিয়া উত্তর দেও। ঈশ্বর আপন পবিত্রতাতে কথা কহিলেন, অতএব আমি আনন্দ করিব ; আমি শিথিম দেশ বিভাগ করিব, ও সূক্কোতের নিম্নভূমি মাপ করিব । গিলিয়দ দেশ আমার, ও মিনশি আমার, এবণ ইফুয়িম আমার ৮ মস্তকের বলস্বরূপ ; যিহুদী অামার ব্যবস্থাপক, ও মোয়াব অামার প্রক্ষালন পাত্রস্বরূপ ; আমি ইদোমের উপরে পাদুকা নিক্ষেপ করি ; এবণ হে পিলেষ্টিয়া, তুমি আমার জয়ধ্বনি করিবণ। ৯ দুর্গম নগরে অামাকে কে লইয়া যাইবে ? এব০ ১০ ইদোমে বা অামাকে কে প্রবেশ করাইবে ? হে ঈশ্বর, আমাদিগকে ত্যাগ করিয়াছ যে তুমি, তুমি কি তাহণ করিব না ? তুমি কি আমাদের সৈন্যমধ্যে গমন করিব। ১১ না ? ক্লেশে আমাদের উপকার কর ; মনুষ্যহইতে যে ১২ উপকার, সে নিস্কুল। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কৰ্ম্ম করিতে পারিব ; তিনি আমাদের শজুদিগকে পদতলস্থ করবেন। ৬১ গীত । পরমেশ্বরেতে দায়ুদের আশ্রয় করণ। প্রধান যন্ত্রবাদককে দাতব্য দায়ুদের গীত। ১ হে ঈশ্বর, অামার কাকুতি শ্রবণ কর, অামার প্রার্থ ২ নাতে মনোযোগ কর। আমি পৃথিবীর সীমাতে থাকিয় অৰসন্ন মনে তোমাকে আহ্বান করি ; আমার দুর্গম্য ৩ কোন উচ্চ পৰ্ব্বতে আমাকে লইয়া যাও। কেননা 79