৬৫ গীত।] দায়দের গীত । H−V করিয়া বলে, “ আমরা প্রস্তুত আছি, অামাদের কল্পনা পক্ব হইল ;’ তাহণদের প্রত্যেকেরই মন ও হৃদয় অতি ৭ গভীর। কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণাঘাত করবেন ; ৮ তাহার। হঠাৎ বিদ্ধ হইবে। তখন তাহারণ পতিত হইলে তাহীদের জিহ্বার বাক্য তাহদেরই প্রতি ফলিবে, ও তাহাদিগকে দেখিলে তাবৎ লোক পলা৯ রন করবে। এবণ সকল মনুষ্য ভীত হইয়। ঈশ্বরের কৰ্ম্ম প্রকাশ করিবে, এব০৯ তাহার কার্য্য বিবেচনা ১০ করবে। কিন্তু ধাৰ্ম্মিক লোক পরমেশ্বরেতে আনন্দ করিয়া তাহার শরণাগত থাকিবে, ও সরলান্তঃকরণ লোকেরা ধন্যবাদ করিবে । ৬৫ গীত । ঈশ্বরের অনুগ্রহ ও আশীৰ্ব্বাদ বর্ণনা। প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের কৃত গানার্থক ধর্মগীত। ১ হে ঈশ্বর, সিয়োনেতে প্রশ°Nস তোমার অপেক্ষা করে, ২ ও মানত তোমার উদ্দেশে পূর্ণ করা যায়। হে প্রার্থনাশ্ৰবণকারি, তোমার কাছে তাবৎ লোক ত্যাসিবে। ৩ অামার তাবৎ অপরাধ আমাহইতে প্রবল, কিন্তু তুমি আমাদের দুস্কিয়া সকল ক্ষমা করিব। তুমি যাহাকে মনোনীত করিয়া আপনার নিকটে রাথিয়ণ তাপন প্রাঙ্গণে বসতি করিতে দেও, সে ধন্য ; আমরা তোমাত্র গৃহের অর্থাৎ পবিত্র মন্দিরের উত্তম দুৰ্যেতেই তৃপ্ত ৫ হইব । হে আমাদের ত্রাণকৰ্ত্তী ঈশ্বর, তুমি ভয়ানক ন্যায্য ক্রিয়াদ্বারা অামাদিগকে উত্তর দিবা ; তুমি পৃথিবীর আদ্যোপান্তস্থিত ও দূরবর্তি সমুদ্রতীরস্থ সকলের ও আশ্রয়স্থান। তুমি পরাক্রমেতে বেচিত হইয়। অপেন 83
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।