পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬ গীত।] দায়ুদের গীত । レ○ ৫ গাইবে, ও তোমার নামে গান করিবে । সেলা। অাইস, আমরা ঈশ্বরের অদ্ভুত ক্রিয় দেখি ; মনুষ্যসন্তা৬ নদের প্রতি তিনি আপন কৰ্ম্মেতে ভয়ানক হন। তিনি সমুদ্রকে শুস্ক ভূমি করলেন ; লোকের পদব্ৰজে নদী পার হইয়া গেল ; আমরা সেই স্থানে তাহাতে অা৭ নন্দ করিলাম। তিনি নিজ পরাক্রমে সৰ্ব্বদা কর্তৃত্ব করেন ; তাহার চক্ষু ভিন্নজাতীয়দের প্রতি নিরীক্ষণ ৮ করে ; অত্যাচারিগণ দপ না করুক। সেলা। হে লোকেরা, আইস, আমরা আণপন ঈশ্বরের ধন্যবাদ করি, ৯ ও তাহার প্রশ^সাধ্বনি শ্রবণ করাই । তিনি জীবদশাতে আমাদের প্রাণকে রক্ষা করেন, ও আমাদের ১০ চরণকে বিচলিত হইতে দেন না। হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ, ও রৌপ্য পরিষ্কার কর১১ ণের ন্যায় অামাদিগকে পরিস্কার করিয়াছ ; এব°N অণমাদিগকে জালে প্রবেশ করাইয়া অামাদের ১২ কটিদেশে বেদন জন্মাইয়াছ ; এব০ অামাদের মস্তকের উপর দিয়া অশ্বারূঢ় মনুষ্যগণকে গমন করাইয়াছ ; আমরা অগ্নি ও জল দিয়া গমন করিয়াছি, কিন্তু তুমি আমাদিগকে উৰ্ব্বর স্থানে অগনিয়াছ । ১৩ অামি হোমীয় বলি লইয়। তোমার মন্দিরে গমন ১৪ করিব, এব°N দুঃখের সময়ে অামার ওষ্ঠাধর যাহা উচ্চারণ করিল, ও আমার মুখ যাহা কহিল, সেই ১৫ মানত তোমার উদ্দেশে পূর্ণ করিব। আমি তোমার উদ্দেশে পুষ্ট পশুগণের মেদ ও হোমীয় গন্ধযুক্ত মেষগণকে উৎসর্গ করিব, এবং বৃষ ও ছাগ বলিদান ১৬ করিব। সেলা । হে ঈশ্বরের ভয়কারি সকল, তোমরা অগসিয়া শ্রবণ কর, ঈশ্বর অামার আগস্মার নিমিত্তে в. т. s.] п 85