পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レや দায়ুদের গীত । [৬৭ গীত । যাহা করিয়াছেন, তাহার বর্ণনা অামি করিব । আমি তাহার কাছে মুখে আহ্বান করিলাম, ও জিহ্লাদ্বারা ר כל তাহার প্রশ°Nসা করিলাম। যদি মনের মধ্যে দুষ্টত ১৮ মান্য করিতাম, তবে প্রভু কথন শুনিতেন না। কিন্তু ঈশ্বর ১৯ শ্রবণ করিলেন, তিনি আমার প্রার্থনার কথায় মনোযোগ করিলেন । ধন্য ঈশ্বর, কেননা তিনি আগমণর প্রার্থনা ও অামার প্রতি আপনার অনুগ্রহ অস্বীকার করেন নাই । ৩৭ গীত । সকলের হিতার্থে দাযুদের প্রার্থনা। প্রধান যন্ত্রবাদককে দাতব্য গানার্থক ধর্মগীত। ঈশ্বর দয়া করিয়া আমাদিগকে আশীৰ্ব্বাদ করুন, ও অামাদের প্রতি প্রসন্নবদন হউন | সেলা । তাহাতে পৃথিবীতে তোমার পথ ও সৰ্ব্বজাতীয়দের মধ্যে তোমার কৃত পরিত্রাণ জ্ঞাত হইবে। হে ঈশ্বর, লোকের তোমার প্রশ৭সা করিবে, ও তাবৎ লোকেই তোমার প্রশ°Nসা করিবে । এব০ সৰ্ব্বদেশীয়েরা আনন্দিত হইয়ণ জয়ধ্বনি করিবে ; যেহেতুক তুমি লোকদের ন্যায়বিচার করিব, ও পৃথিবীতে সৰ্ব্বদেশীয়দের পথদর্শক হইবা । সেলা । হে ঈশ্বর, লোকেরা তোমার প্রশ৭সা করিবে, ও তাবৎ লোকেই তোমার প্রশ°ংসা করিবে । পথিবী আপনার ফল ফলিবে ; ঈশ্বর, অামাদের ঈশ্বর, অামাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন। ঈশ্বরই আমাদিগকে আশীৰ্ব্বাদ করবেন ; এবণ পথিবীর প্রান্তস্থিত সকলে তাহাকে ভয় করিবে । 86 R o