"শ্রীরামচন্দ্রের বন-গমন ও সীতা-হরণ। 6 ఫి কোথা রাম রাজা হবে; কোথা যায় বন । হরিষ-বিষাদে মগ্ন হৈল ত্রিভুবন ॥ ৬৬ অন্তঃপুরে কৌশল্যা শুনিয়া এই ধ্বনি । মহাবেগে আইল যেন মণিহারা ফণী ॥ ৬৭ সস্তানের তুল্য স্নেহ নাই,—যেমন— পরমাণু-তুল্য সুক্ষ, হিংস্ৰক-তুল্য মূখ, ভিক্ষণ-তুল্য দুঃখ ॥ সাধন-তুল্য কৰ্ম্ম, দয়া-তুল্য ধৰ্ম্ম, মানব-তুল্য জন্ম । মাহেন্দ্র-তুল্য যোগ, স্বৰ্গ-তুল্য ভোগ, কুষ্ঠ-তুল্য রোগ । পূর্ণিমা-তুল্য রাতি, ব্রাহ্মণ-তুল্য জাতি, গোলোক-তুল্য ধাম, রাম-তুল্য নাম । বট-তুল্য ছায়া, কার্তিক-তুল্য কায়, সন্তান-তুল্য মায়া ॥ ৬৮ বিশেষ বৈকুণ্ঠপতি-পুত্র-হ’য়ে হারা । কাদে রাণী—দুই চক্ষে বহে শতধারা । ৬৯ কে মোর মস্তকে আজি হানে বজাঘাত । কে মোর পাঠাবে বনে পুত্র রঘুনাথ ॥ ৭০ তোর রাজ্য-ধনে, কাৰ্য্য কি রাম । আয়রে ত্যজ্য করি। তোরে লয়ে কক্ষে, করিব রে ভিক্ষে, হয়ে দেশান্তরী ॥৭১
পাতা:দাশরথি রায়ের পাঁচালী দ্বিতীয় খণ্ড.djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।