এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্ৰহলাদ-চরিত্র। হিরণ্য-কশিপুর কৃষ্ণ-দ্বেষ,—যণ্ডামার্কের পাঠশালে প্রহ্নাদের বিদ্যাভ্যাস,—হরিনাম ধান । শ্রবণে সুখ শুক-বাক্য, মহাবীর হিরণ্যাক্ষ, হিরণ্য-কশিপু নাম পরে । দিতি-গর্ভে দুষ্ট দৈত্য, দম্ফে কম্পে স্বর্গ মৰ্ত্তা, সদা জয়ী সমরে—অমরে ॥ ১ দৈত্য-ভয়ে অপদস্থ, দেবগণ বিপদস্থ, স্বপদ-রহিত সৰ্ব্বজনে । দেখে ঘোর তেজস্কর, ভাস্কর মানে দুষ্কর, শমন স্বমনে শঙ্কা গণে ॥ ২ বরাহ-রূপে দেব হরি, দেবারিগণের অরি, পাতালে বধেন হিরণ্যাক্ষে । ভ্রাতৃ-শোকে দহে বপু, রাজা হিরণ্যকশিপু, সদা দ্বেষ করে কৃষ্ণপক্ষে ॥ ৩ যে বলে বদনে হরি, লয় তার প্রাণ হরি, আগুনে পোড়ায় তার