পাতা:দিল্লীশ্বরী.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

역 রজিয়ং অসন্তোধ-বহ্নিতেও ইন্ধন সংযুক্ত হইল। তাহারা বিদ্রোহের ধ্বজ উড়াইবার সঙ্কল্প করিলেন। চতুর্দিকেই অশান্তির, রাজদ্রোহের অগ্নি প্রধূমিত ; ইতিমধ্যে রাক্ষসী শাহ তুর্কনের রক্তচক্ষু রজিয়তের উপর পতিত হইল। এই সতীন-কম্বাই যে র্তাহীদের অভীষ্ট পথের প্রবল অন্তরায়, তাহাতে আর অণুমাত্র সন্দেহ নাই। বিনা-বাধায় নৃশংস ব্যবহার করিয়া শাহ তুর্কনের দুঃসাহস বাড়িয়া গিয়াছিল। তিনি প্রকাশ্যভাবেই রজিয়তের সহিত শত্রুত আরম্ভ করিলেন এবং র্তাহার হত্যার জন্ত ষড়যন্ত্র পাকাইয়া তুলিলেন। লোকচিত্ত চঞ্চল হইয়া উঠিল ; রাজকুমারীর প্রতি অকারণ অত্যাচারে তাহাদের ক্রোধাগ্নি দাউ দাউ করিয়া জুলিয়া উঠিল ;–তাহারা ভীম-পরাক্রমে রাজতুর্গ* আক্রমণ করিয়া শাহ তুর্কান্‌কে বন্দী করিল। স্নেহের দুলাল রুকন-উদ্দীন তখন আর রাজধানীতে উপস্থিত নাই,—পঞ্চনদ প্রদেশে বিদ্রোহীর বিশেষ গালযোগেৰ আয়োজন করায়, কার্য্যোপলক্ষে তাহাকে একবার সেখানে যাইতে হইয়াছিল। অতএব তুর্কান উদ্ধারের আর উপায় খুজিয়া পাইলেন না ; তাহার দীর্ঘকালের সযত্নপোষিত রাক্ষসীবৃত্তি নিফল আক্ৰোশে কারাগারের দুর্ভেদ্য পাষাণ-প্রাচীরে মাথা ঠুকিয় ঘুরিয়া বেড়াইতে লাগিল।

  • কুতৰ সীনারের সন্নিকটে রায় পিাখারণ পৃথিরাজ ) க்க দুর্গে

ইয়মৃতিমিশ বাস করিতেন। আজিও এই দুর্গ-প্রাচীরের ভগ্নাবশেষ বিজ্ঞমান রহিয়াছে। এইখানেই সুলতানের রাজধানী অবস্থিত ছিল। ॐ९