পাতা:দিল্লীশ্বরী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. দিল্লীশ্বরী ; a রমণীর প্রভুত্বের নিকট মাথা নত করিতে অনিচ্ছুক। বুজিয়তের হস্ত হইতে রাজদণ্ড কাড়িয়া লইবার জন্য র্তাহার যত্ন ও চেষ্টার কোনরূপ ক্রটি হইল না। তিনি নিকটের বন্ধুবান্ধবগণকে কুপরামর্শ দিতে লাগিলেন, দূরবর্তী রাজকৰ্ম্মচারিগণকে গোপনে পত্র লিথিয়া উত্তেজিত করিয়া তুলিলেন। দেখিতে দেখিতে বিভিন্ন প্রদেশের মালিকগণ—সইফ-উদ্দীন কুজী, ইজ্জ-উদ্দীন সালারী, ইজ্জ-উদ্দীন কবর খান-ই-আয়াজ, প্রভৃতির সহিত যোগদান করিয়া দিল্লীতে একটা ভীষণ গোলযোগ উপস্থিত করলেন । রজিয়ং অল্প দিন হইল রাজ্যলাভ করিয়াছেন ; প্রবীণ উজারপক্ষের সুবিপুল সম্মিলিত বাহিনীর সহিত যুঝিয়া উঠিতে পারেন, এরূপ শক্তি তখনও তিনি লাভ করিতে পারেন নাই। তিনি বিশেষ চিন্তিত হইলেন সত্য, কিন্তু কিছুমাত্র ভীত বা উদ্বিগ্ন হইলেন না। বাহির হইতে উপযুক্ত সাহায্যের প্রয়োজন ; বিশেষ চিন্তা করিয়া রজিয়ং অযোধ্যার সামন্তরাজ মালিক নসী নউদ্দীনের সাহায্য প্রার্থনা করিলেন। নদীর তাহার ছে উপকৃত—ফিরুজের রাজত্বকালে রঞ্জিয়তের অনুগ্রহেক্ট তিনি অযোধ্যার সামন্তরাজ হুইয়াছিলেন । নদীর যদিও এক্ষণে অসুস্থ, কিন্তু এই দুঃসময়ে সম্রাঞ্জীর সনিৰ্ব্বন্ধ অনুরোধে তাহার স্থায়পরায়ণ কৃতজ্ঞ-হৃদয় সাড়া না দিয়া থাকিতে পারিল না ; তিনি অবিলম্বে সৈন্ত-সামস্ত সহ অগ্রসর হইলেন । কিন্তু নিয়তির গতি রোধ করিবার নহে-সামন্তরাজ অসি-হস্তে সমরাঙ্গণে অবতরণ করিতে