পাতা:দিল্লীশ্বরী.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HI রঞ্জিয়ৎ র্তাহার সৈন্তসামন্ত ও অর্থসম্পং প্রচুর। লোকটাকে ক্ষেপাইয়া তুলিতে পারিলে, কাজ সহজেই হাসিল হইতে পারে। অস্তুনিয়া যদিও বৰ্ত্তমান পদমানের জন্ত, ঐশ্বৰ্য-প্রতিপত্তির জন্য রাণীর কাছে বিশেষভাবে ঋণী, তাহারই প্রসাদে তবরহিনীর সামন্ত,— তথাপি মালিকগণের প্ররোচনায় অলঙুলিয়ার পক্ষে নিয়কের মর্যাদা রক্ষা করা কঠিন হষ্টর উঠিল । তিনি প্রকাষ্ঠভাবে রাণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিলেন । বিরুদ্ধ-পক্ষের উদ্বেগুধিদ্ধির আর কালবিলম্ব হইল না। রাণী সসৈন্তে অস্তুনিয়াকে দমন করিতে গিয়া আপনার অর্থ পুষ্ট তুর্কী আমীর-মালিকগণের হস্তে অসহায় অন্তর্কিত অবস্থায় ধৃত হয় তবঃহিন্দীর দুর্গে বনী হইলেন । তাহাঁদেরই তরধাfরর মুখে প্রাণ বিসর্জন করিয়া 'নিমধের নোকর হা শী জমাউন্ট্র রাণীর অনুগ্রহের ঋণ সুদে-মূলে পরিশোধ করিল। কিন্তু অস্তুনিয়ার শুধু নিমকহারামি করাই সার হ’ল, কিছুই লাভ হইল না। যাঃাদের প্ররোচনায় তিনি সুনাম হারাইয়া, স্থায়ধৰ্ম্মকে অস্বীকার ক’রয়া, বিদ্রোষ্ট্ৰী হুইয়াছিলেন, সেই বিশ্বাসঘাত্তঞ্চ আৰ্মীয়-মালিকের দিল্লীতে ফিরিয়া গিয়া স্বার্থের ষোল আন ভাগ নিজেয়াই গ্রাস করিয়া ফেলি, র্তাহাকে ডাঞ্চিয়াও জিজ্ঞাসা করিল না। রোমে ও ক্ষোভে,অস্তুনিয়া অধীর হইয়া উঠিলেন। রঞ্জিী রঞ্জিৎ ত কখনও তার ইঃ বই . অনিষ্ট করেন নাই, তাহার উপর রাজ্যে সুশাসনের ব্যবস্থা করিয়া প্রজাপুঞ্জের হৃদয় অধিকার করিয়াছেন।-ৰ্তাম্বাই বিরুদ্ধে