পাতা:দিল্লীশ্বরী.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bళరి নূরজহাম্ করিয়া নুরজহান তাহার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়া গিয়াছেন। আপাদলম্বিত নিচোল ব্যবহার তাহারই প্রবর্তন। লক্ষ্মে) শহরের সন্ত্রাস্ত ললনাকুল তখনকার দিনে তাহারই অনুকরণে নিচোল ব্যবহার করিতেন। নূতন ধরণের এক প্রকার আঙ্গিয়াও তাহারই নামে সাধারণ্যে পরিচিত হইয়াছিল। ওড়নার ব্যবহারও নূরজহান হইতে ঃ এই আশ্চর্য গুণময়ী ললনার রন্ধন-নৈপুণ্যের কথা তথন চারিদিকে ছড়াইয়া পড়িয়ছিল । সম্রাটের তৃপ্তিসাধনের জন্ত তিনি নিত্য নব মুখরোচক আহাৰ্য্য-দ্রব্য প্রস্তুত করিতেন । বাস্তবিক তাহার ন্যায় পাচিক সে সময় বিরল ছিল। দস্তরখান্‌ ( ভোজের গালিচ: ) সজ্জিত করিবার অভিনব প্রণালী ও উপায়উদ্ভাবন, এবং ভোজ্য দ্রব্যগুলি কুসুমাকারে বিন্যস্ত করিয়া এই সুন্দরী রমণী সৌন্দৰ্য্যাকুরাগের প্রকৃষ্ট পরিচয় প্রদান করিতেন । সঙ্গীতের প্রতি নূরজহানের যথেষ্ট অনুরাগ ছিল ; এই ললিতকলার সাধনায় তিনি সিদ্ধিলাভ করিয়াছিলেন। র্তাহার সুধাম্রাবী গীতি শ্রোতাকে শোকছুঃখময় জগতের কথা ভুলাইয়া দিত। কেবল নারীসুলভ কোমল কারুকার্য্যে নয়, এই লোকললামভূত ললনার মৃণাল ভূজস্বয় সময় সময় যে পৌরুষের পরিচয় প্রদান করিত, তাহাতে চমৎকৃত হইতে হয়। মৃগয়া-ব্যাপারে তাছার • ‘Writing a century later, Khafi Khan [i. 239f remarks that the fashions introduced by Nur Jahan still governed society and that the old ones survived only among the Afghans in backward towns.”—Beni Prasad. Jahangir, p. 185.