পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী وان مb উড । তোমায় ছাড়ন্তে শনি ধরিয়াছে নচেৎ তুমি এত অমুসন্ধান করিতেছ কি কারণ, নইলে তুই এত বেয়াদোব হইয়াছিস কেন ? বজাত, ইনসেস্চিউয়স্ক্ৰট । গোপী । ধৰ্ম্মাবতার গালাগালি খেতেও আমরা, পয়জার খেতেও আমরা, শ্ৰীঘর যেতেও আমরা কুটিতে ডিসপেনসারি স্কুল হইলেই আপনার, খুন গুমি হইলেই আমরা । হুজুরের কাছে পরামর্শ করিতে গেলে রাগত হন, মজুমদারের মোকদ্দমায় আমার অস্তঃকরণ যে উচাটন হইয়াছে তা গুরুদেবই জানেন । উড। বাঞ্চংকে একটা সাহসী কাৰ্য্য করিতে বলি, শালা ওমনি মজুমদারের কথা প্রকাশ করে—আমি বরাবর বলিয়া আসিতেছি তুমি শাল বড় না-লায়েক আছে—নবীন বসকে শচীগঞ্জের গুদামে পাঠাইয়া কেন তুমি স্থির হও না । গোপী । আপনি গরিবের মা বাপ, গোরিব চাকরের রক্ষার জন্য একবার নবীন বসকে এ মোকদ্দমার কথা জিজ্ঞাসা করিলে ভাল হয় । উড। চপ রাও, ঈউ ব্যাসটার্ড অভ হোরস বিচ, । তেরা ওয়াস্তে হাম কুত্তাকাসাৎ মুলাকাৎ করেগা, শাল কাউয়ার্ড কায়েত বাচ্ছা (পদাঘাতে গোপীর ভূমিতে পতন) কমিস্তনে তোকে সাক্ষী দিতে পাঠাইলে তুই হারামজাদা সৰ্ব্বনাশ কত্তিস ডেভিলিষ নিগার। (আর দুই পদাঘাত ) এই মুখে তোম্ কাওটকা মাফিক কাম, ডেগা—শালা কায়েত—কালকো কাম দেখকে হাম তোমক আপসে জেলমে ভেজ দেগা । উড় এবং উমেদারের প্রস্থান গোপী । (গাত্র ঝাড়িতে২ উঠিয়া ) সাত শত শকুনি মরিয়া একটি নীলকরের দেওয়ান হয় নচেৎ অগণনীয় মোজা