পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SWe দীনবন্ধু-গ্রন্থাবলী মালতী, মালতী, মালতী, ফুল । মজালে, মজালে, মজালে, কুল ৷ (পরিক্রমণ ও দূরে অবলোকন ) আঃ কোথায় ভাবচি মালতী, এ দেখ চি কি না বিদ্যাভূষণ । বিদ্যাভূষণের প্রবেশ বিদ্যা । মন্ত্রিবর, রাজবাড়ীর সমাচার কি ? জল । নিম-রাজি হয়েচেন । বিদ্যা । তবে পুনৰ্ব্বার দারপরিগ্রহে আর অমত নাই ? জল । মহাশয় রাজার মত কখন থাকে, কখন থাকে না, তার নিশ্চয় কি । রাজা, অ তুরে ছেলে, তার দ্বিতীয় পক্ষের মাগ, এ তিনই সমান, কখন কি চায় তার ঠিকানা নেই, আর চেয়ে না পেলে পৃথিবী রসাতলে যায়। বিদ্য । বলি তবে কোন পাত্ৰীটি স্থির হলো ? জল । র্যাহারা পাত্রী দেখিতে অনুমতি পেয়েছিলেন র্তাহারা সকলে একমত হোয়ে বলেচেন, আপনার কামিনী সৰ্ব্বাঙ্গমুন্দরী, সুলক্ষণে পরিপূর্ণ এবং সৰ্ব্বোৎকৃষ্ট, সুতরাং যদ্যপি অণর বিবাহ করায় অমত না হয় তবে আপনার কামিনীই রাজমহিষী হবেন । বিদ্যা । প্রজাপতির নিৰ্ব্বন্ধ, আমার কন্যাই হউক আর অপর কোন বালিকাই হউক, মহারাজের সহধৰ্ম্মিণী গ্রহণে অমত করা কোনরূপে কৰ্ত্তব্য নয়, বয়স এমন অধিক হয় নাই, বিশেষতঃ একাদিক্ৰমে দ্বাবিংশতি পুরুষ রাজ্য করিয়া আসিতেছেন, এক্ষণে রাজবংশ এককালে লোপ হয়, বড় অাক্ষেপের বিষয় । জল । ছোট রাণীর মৃত্যু হওয়া অবধি রাজার বড় রাণীর শোক প্রবল হয়েচে । শোকের ফোয়ারার মুখে ছোট রাণী