পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী 8X গুরু । ও তর্কালঙ্কার, আরে ও তর্কালঙ্কার, বিবাদের প্রয়োজন কি ? আমি একটা শ্লোক বলি । দ্বিতীয় পণ্ডিত । আজ্ঞা করুন । গুরু। ভূতবাসরঃ, যোজে ঘণ্টা, কেলি কুঞ্চিক, ভিন্দিপালঃ—তন্ন তন্ন করে মীমাংসা কর । প্রথম পণ্ডিত। এমন শ্লোক ইতিপূৰ্ব্বে শ্রুতিগোচর হয় নাই । বিদ্যা । আহ ! স্বগীয় গজেন্দ্রগণেশ গজানন তর্কপঞ্চাননের ঘরে ন্যায়শাস্ত্রট পুনর্জীবিত হয়েচে, মূৰ্ত্তিমান বিরাজ কচ্চে, এমন শ্লোক কি আর কোথায় পাওয়া যায় । দ্বিতীয় পণ্ডিত । শ্লোকট। অার একবার পাঠ করুন। গুরু । ভূতবাসরঃ, যোজে ঘণ্টা, কেলি কুঞ্চিক, ভিন্দিপালঃ । - দ্বিতীয় পণ্ডিত । ( স্বগত ) বিদ্যাবাগীশকে ভাগাড়ে না পাঠিয়ে গুরুপুত্রকে, পাঠালে ভাল হতো । ( প্রকাশ্বে ) অজ্ঞ, আমি মৰ্ম্মই গ্রহণ করিতে অশক্ত, কোন অর্থ ই সংগ্ৰহ হয় না, আপনি কোন শব্দ ত্যাগ করে বলিন নি তো ? বিদ্যা । এ কেমন কথা, এ কেমন কথা ( জিব কেটে ঘাড় নেড়ে ) গজেন্দ্রগণেশ গজানননন্দন, দ্বিতীয় দ্বৈপায়ন, ইনি যদি ভ্ৰান্তিক্রমে কোন শব্দ ত্যাগ করেন, সে শব্দ ত্যাগেরি যোগ্য । , ; ; গুরু। তর্কালঙ্কার কবিতার গভীর ভাব গ্রহণে পরাজুখ, ব্যাপকতায় পারদর্শিত্ব প্রকাশ কচ্চেন। . দ্বিতীয় পণ্ডিত। মহাশয়, কবিতার যে গভীর ভাব, ডুবুরি নামাতে হয়— বিদ্যা। কিও, কিও, তর্কালঙ্কার, গুরুপুত্রের কথায় এই উত্তর ।