পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

άΨ, দীনবন্ধু-গ্রন্থাবলী কিসে কি হলো, কিছুই জান্তে পাল্লেম না—যা হোক, আর দুই এক দিন না দেখে, সম্পর্ক বিরুদ্ধ করা উচিত নয়। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে । বারেক নিরাশ হয়ে কে কোথায় মরে | তুফানে পতিত কিন্তু ছারিব না হাল । আজিকে বিফল হলো হতে পারে কাল ॥ নেপথ্যে । তোমার নাক কাটুবো, কাণ কাটুবো, তোমার নাদ পেট জলধরকে বলি দেবে, তার পর ঘরে দ্বারে আগুন দিয়ে গলায় দড়ি দেবো । জগদম্বার পুন:প্রবেশ জগ । সৰ্ব্বনাশ হলো, সৰ্ব্বনাশ হলো, সদাগর আসচে, তুমি এ দিকে এস, আমার বড় ভয় কচ্চে । জল । ( কাপড় পরিতে পরিতে ) তোমার ভয় কচ্চে, আমার হাত পা পেটের ভিতরে গিয়েচে, আমি পুকুরের জলে ডুবে থাকিগে । জগ। পর পুরুষের কাছে রেখে যেও না, যাও যে ! যাও যে ! লোকে প্রাণ দিয়ে মাগ রক্ষা করে । জল । জগদম্ব, আপনি বাচলে বাপের নাম । বেগে প্রস্থান । রতিকাস্তের প্রবেশ রতি । তবে মালতি, এই তোমার সতীত্ব, এই তোমার ভালবাসা—তোমার দোষ কি, তোমার জেতের স্বধৰ্ম্ম—তোমরা দাড়ে বসে, ছোলা খাও, রাধাকৃষ্ণ বলে, আবার মধ্যে মধ্যে শিকল কাটে, তুমি যে নেমোকৃহারামি করেচে, একটি লাটিতে মাতাটি দোফাক করে ফেলি—