পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী گاوا সুখ বাঞ্ছা করেন ; তিনি শারীরিক স্থখ অপেক্ষ মানসিক সুখ অনুসন্ধান করেন ; আমার মত জানতে পারলে, তিনি কখন অমত করবেন না । কিন্তু পিত। অামার, বামন পণ্ডিত মানুষ, অামাকে মহারাজকে দাম করে রাজার শ্বশুর হবেন, এই আশাতেই আহিলাদিত হয়ে রয়েচেন, এ সংবাদ শুনলে আত্মহত্যা করেন কি, কি করেন, আমি তাই ভেবে কাতল হচ্চি । বিজয় । বিধুবদনি, আমি পাছে তোমার পিতার মনোদুঃখের কারণ হই । কামি । পিতা, মায়ের কথা কখন কাটেন না, বোধ করি, মা বিশেষ করে অনুরোধ করলে, অমত করবেন না—সে যা হয়, পরে হবে, প্রাণবল্লভ, তোমার হস্তে প্রাণ সমৰ্পণ করলেম, তুমি যেন কখন দাসীকে চরণ ছাড়া করে না । বিজয় । পঙ্কজনয়নে ? অামার বড় ভয়, পাছে আম৷ হতে তোম{র সরল মনে কোন ব্যথা জন্মে । কামি । প্রাণবল্লভ ! জননী বুঝি এসেচেন, আমায় বাড়ীর ভিতরে না দেখতে পেলে এই দিকে আসবেন । বিজয় । আদরিণি ! আমি তোমার কাছে বসে, সব ভুলে গিইচি, আমি কেবল অনিমেষ লোচনে ঐ মুখচন্দ্র দেখতেছি—কিন্তু আমার এক্ষণে বিদায় লওয়াই বিধি ; এই অঙ্গুরী তোমার অঙ্গুলীতে দিয়ে যাই । ( অঙ্গুরী দান ) কামি । তোমায় মা আসতে বলেছিলেন । বিজয় । কামিনি ! সে কথা তোমার মনে করে দিতে হবে না, সে কথা আমার মনে গাথা রয়েচে, আমি কাল আবার আসবো ;—তবে যাই । কামি । “যাই” অপেক্ষ “অাসি” শুনতে বেশ । বিজয় । ( কামিনীর হস্ত ধরিয়া ) তবে অাসি ( কিঞ্চিৎ