পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి రి দীনবন্ধু-গ্রন্থাবলী তপ । তোমার পিতা তপস্বিনীর ছেলেকে মেয়ে দিতে সম্মত হয়েচেন ? কামি । মায়ের যাতে মত হয়, পিতা তাতে অমত করেন না। মা, আমি যে দিন শুনলেম আপনি কারে সঙ্গে কথা কন না, কেবল কায়মনোবাক্যে চিন্তামণির ধ্যান করেন, সেই দিন হতে আপনাকে দেক্বের জন্তে ব্যাকুল হলেম, আপনাকে মা বলে আমার বাসনা পূর্ণ হলো । তপ । কোথায় শুনলে মা ? কামি । মা, মায়ের সঙ্গে রাজসরোবরে যেতেছিলেম, অামাদের সঙ্গে মালতী মল্লিকে ছিল—তখন শুনলেম । তপ । মালতীর ছেলে হয়েচে ? কামি । না মা, তিনি বাজা—আপনি মালতীকে জানলেন কেমন করে ? শু্যাম । আমরা অনেক দিন মালতীর বাপের বাড়ী ভিক্ষে কত্তে গিয়েছিলেম তাই জানি । কামি । মা, আপনি পরমেশ্বরের ধ্যানে পরম মুখে থাকেন, তবে আবার সময়ে সময়ে রোদন করেন কেন ? জননি, আমি আপনার দাসী, দাসীর কাছে দুঃখের কথা বলতে দোষ নাই, আপনার কি হুঃখ আমায় বলুন । শু্যাম । সুমেরু লেখনী হয়, মসী রত্নাকর, সময় লেখক হয়, কাগচ অম্বর, তথাপি মনের দুঃথ—অস্তুর গরল— বর্ণনা বর্ণের হারে না হয় সকল । তপ । মা তুমি বালিকে, তোমার মন অতি কোমল, তোমার মনে স্থান অতি অল্প ; আমার মৰ্ম্মান্তিক বেদনার কথা তোমার মন ধারণ কক্তে পারবে না, তোমার হৃদয় বিদীর্ণ হয়ে