পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉ミ দীনবন্ধু-গ্রন্থাবলী মুখ শুইকে গেছে—কি করবে, কি পোড়া দেশে এলাম, ধনে প্রাণে গ্যালাম, হায়, হায়, হায়, ধনে প্রাণে গ্যালাম ( ক্ৰন্দন )। আমিন। অারে মাগি তোর নাকি সুর এখন রাখ, জল দিতে হয় তো দে, নয় ওমনি নিয়ে যাই । রাইচরণের জলপান এবং সকলের প্রস্থান তৃতীয় গর্ভাঙ্ক বেগুণবেড়ের কুটি, বড় বাঙ্গলার বারেন্দা আই, আই, উড সাহেব এবং গোপীনাথ দাস দেওয়ানের প্রবেশ গোপী। হুজুর, আমি কি কসুর করিতেছি, আপনি স্বচক্ষেই তো দেখিতেছেন। অতি প্রত্যুষে ভ্রমণ করিতে আরম্ভ করিয়া তিন প্রহরের সময় বাসায় প্রত্যাগমন করি, এবং আহারের পরেই আবার দাদনের কাগজ পত্র লইয়া বসি, তাহাতে কোন দিন রাত্র দুই প্রহরও হয়, কোন দিন বা একটাও বাজে । উড । তুমি শালা বড় না-লায়েক আছে। স্বরপুর, শামনগর, শান্তিঘাট। এ তিন গায় কিছু দাদন হলো না । শু্যামচাদ বেগোর তোম দোরস্ত হোগা নেই। গোপী। ধৰ্ম্মাবতার, অধীন হুজুরের চাকর, আপনিই অনুগ্রহ করিয়া পেস্কারি হইতে দেওয়ানি দিয়াছেন । হুজুর মালিক, মারিলেও মারিতে পারেন, কাটিলেও কাটিতে পারেন। এ কুটির কতকগুলিন প্রবল শত্রু হইয়াছে, তাহাদের শাসন ব্যতীত নীলের মঙ্গল হওয়া দুষ্কর। উড় । আমি না জানিলে কেমন কর্যে শাসন করিতে পারে।