পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে X > আছেন ? ওহে বাপু তাকিয়ে ঠেসান দিয়ে আমরাও এক কালে ওরূপ অধ্যয়ন করিচি, পড়ায় এত মন দিয়েচ, আমার কথা শুনতে পাচ্চো না ? রাজী । (স্বগত) এ ঘটক, আমাকে বালক বিবেচনা করেচে, আমায় কিছু দেখতে পাই নি, কেবল কাপড়ের পাড় দেখতে পেয়েচে । ( প্রকাশে ) আপনি কার অমুসন্ধান কচোন মহাশয় ? নেপথ্যে । আমি রাজীবলোচন মুখোপাধ্যায় মহাশয়ের অনুসন্ধান কচ্চি । r রাজী । কি জন্তে ? নেপথ্যে । দ্বার মোচন করুন, তার পরে বলচি । রাজী । কি জন্য এসেচেন, আর কার নিকট হতে এসেচেন, না বল্যে আমি কখনই পড়া ছেড়ে উটুতে পারি নে— “মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥” নেপথ্যে । বাবুজী, রাজীব বাবুর সম্বন্ধের জন্তে আমাকে কনক বাবু পাটিয়েচেন,—আমি ঘটক। রাজী । “কিবা রূপ, কিবা গুণ, কহিলেক ভাট । খুলিল মনের দ্বার, না লাগে কপাট ॥” নেপথ্যে । নবীন পুরুষের স্বভাবতঃ কবিতাপ্রিয়—আমি প্রেমাম্বুদ, রাজীবের বিচ্ছেদসস্তপ্ত চিত্তে প্রেমবারি বর্ষণ কত্তে অামার আগমন । রাজী । (স্বগত) এই সময় আমার স্বকৃত নবীন কবিতাটা কেন শুনিয়ে দিই না । ( প্রকাশে ) { পীরিতি তুলা কাটায় কোষ। বিচ্ছেদ আট লেগেচে দোয ॥